জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পথ দুর্ঘটনায় জখম ২সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার চলছে। তার মধ্যে ড্রাইভাররা বেগতিক গাড়ি চালিয়ে দুর্ঘটনার খবলে পড়ছে। সূত্রে জানা যায় কোলাঘাট থেকে ১১৬ জাতীয় সড়ক, হলদিয়া গ্রামী সিটি সেন্টার এর প্…
জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পথ দুর্ঘটনায় জখম ২
সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার চলছে। তার মধ্যে ড্রাইভাররা বেগতিক গাড়ি চালিয়ে দুর্ঘটনার খবলে পড়ছে।
সূত্রে জানা যায় কোলাঘাট থেকে ১১৬ জাতীয় সড়ক, হলদিয়া গ্রামী সিটি সেন্টার এর প্রবেশ মুখেই সিগন্যাল পড়তেই একটি কন্টেনিয়ার দাঁড়িয়ে যায়। আরো একটি কন্টেইনার নিরন্তন হারিয়ে সামনের কন্টেনার কে ধাক্কা মারে। পিছনের কন্টেনারে ড্রাইভার হেলপার দুজনে গুরুতর জখম হন স্থানীয় মানুষ এবং ভবানীপুর থানার পুলিশের সহযোগিতা সেই দুজনকে গাড়ি থেকে বার করা হয় গুরুতর জখম হয় তাদেরকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। স্থানীয় মানুষের অভিযোগ সিগন্যাল তিন ধরনের লাইট লাগানো থাকে লাল হলুদ সবুজ সবুজ আলোর পর হলুদ আলো এবং তারপর লাল আলো এই তিনটি সিগন্যাল কখনো কখনো ব্যবহার করা হয় আবার কখনো কখনো ব্যবহার করা হয় না। সে কারণেই সমস্যায় পড়ে পথযাত্রীরা লাল থেকেই ডাইরেক্ট সবুজে করে দেওয়া হয় বা সবুজ থেকে ডাইরেক্ট লাল করে দেওয়া হয়। যে গাড়ি চলমান সবুজ আলো দেখেই সে বেরিয়ে যাবার চেষ্টা করছে হঠাৎই হলুদ আলো না জেলে ডাইরেক্ট লাল আলো জেলে দেওয়া হয়। আর তারপরেই এই দুর্ঘটনা ঘটে তবে শিল্প শহরে অটোমেটিক টাইম টেবিল ঘড়ি সিগনাল চালু হলে তাহলেই এই পথ দুর্ঘটনা থেকে মানুষ রেহাই পাবে। শিল্প শহর হলদিয়া দুর্গাচক লাগানো হয়েছে কিন্তু এখনো অধিকাংশ মোড়ে সেই সিগন্যাল লাগানো হয়নি যাতে দ্রুততার সঙ্গে এই সিগন্যাল লাগানো হয় তারও দাবি করলেন এলাকার মানুষ।
No comments