হলদিয়া শ্রমিকের পথ দুর্ঘটনা মৃত্যুভবানীপুর থানার অন্তর্গত কাষ্ঠ খালি এলাকায় হলদিয়া থেকে ছুটি করে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনা ঘটে। সূত্রে জানা যায় ব্রজলালচক হাইরোড থেকে কাস্ট খালি অভিমুখে যখন যায় অপর দিক থেকে একটি গাড়ি এসে ধা…
হলদিয়া শ্রমিকের পথ দুর্ঘটনা মৃত্যু
ভবানীপুর থানার অন্তর্গত কাষ্ঠ খালি এলাকায় হলদিয়া থেকে ছুটি করে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনা ঘটে। সূত্রে জানা যায় ব্রজলালচক হাইরোড থেকে কাস্ট খালি অভিমুখে যখন যায় অপর দিক থেকে একটি গাড়ি এসে ধাক্কা মারে। তৎক্ষণাৎ শ্রমিক সাইকেল আরোহী রাস্তার উপরে পড়ে যায় এলাকার মানুষ দেখতে পেয়ে মহিষাদল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। সূত্রে জানা যায় নিজের নাম শেখ হাবিব বয়স ২৪ বাড়ি মহিষাদল থানার কাঞ্চনপুর গ্রামে। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মহিষাদল থানার পুলিশ।
No comments