Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় ছাত্র-ছাত্রীদের উদ্যোগে জল দান শিবির

বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় ছাত্র-ছাত্রীদের উদ্যোগে জল দান শিবির
গরমের প্রচণ্ড দাবদাহে আমরা সবাই খুবই অস্বস্থিকর অবস্থায় অবস্থান করছি।এইরকম পরিস্থিতিতে আজ বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় এর এনএস এস ইউনিট সমূহের এবং রাষ্ট্রবিজ্ঞান ব…

 



বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় ছাত্র-ছাত্রীদের উদ্যোগে জল দান শিবির


গরমের প্রচণ্ড দাবদাহে আমরা সবাই খুবই অস্বস্থিকর অবস্থায় অবস্থান করছি।এইরকম পরিস্থিতিতে আজ বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় এর এনএস এস ইউনিট সমূহের এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এর যৌথ উদ্যোগে   হলদিয়ার চৈতন্যপুর এর নিকটবর্তী রামপুর বাসস্ট্যান্ড এ Dehydration Relief Camp অনুষ্ঠিত হলো।পথচলতি মানুষ,দোকানদার,অটোচালক, টোটো চালক,বাস ড্রাইভার,কন্ডাক্টর,

অধ্যাপক অধ্যাপিকা,ছাত্রছাত্রীসহ প্রায় ৬৫০জনকে গ্লুকোন ডি সরবত প্রদান করা হলো।মহাবিদ্যালয় এর অধ্যক্ষ ,রাষ্ট্র বিজ্ঞান বিভাগ এর অধ্যাপক অধ্যাপিকা,এনএস এস এর প্রোগ্রাম অফিসার সহ প্রায় ৫০ জন এনএস এস এর স্বেচ্ছাসেবক এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন।

No comments