প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স এ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া পঞ্চম ব্লক সম্মেলনসংবাদদাতা শেখ সাইফুল্লা: পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া শিল্পশহর পুনর্বাসন হাই স্কুলে হলদিয়া পৌরসভা এবং সুতাহাটা ব্লক এলাকায় যেসকল গ্রামীণ চিকিৎসক র…
প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স এ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া পঞ্চম ব্লক সম্মেলন
সংবাদদাতা শেখ সাইফুল্লা: পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া শিল্পশহর পুনর্বাসন হাই স্কুলে হলদিয়া পৌরসভা এবং সুতাহাটা ব্লক এলাকায় যেসকল গ্রামীণ চিকিৎসক রয়েছেন তাদেরই সংগঠন প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স এ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হয়। তাদের মূলত তিনটি দাবি নিয়ে আজকের এই সম্মেলনে আলোকপাত হয়।গ্রাম ও শহরের নন্ রেজিস্টার চিকিৎসকদের সরকারি বৈজ্ঞানিক প্রশিক্ষণ দিয়ে - "স্বাস্থ্য কর্মী" হিসেবে স্বীকৃতি এবং প্রশংসাপত্র প্রদান করে গ্রামীণ চিকিৎসকদের সরকারি হাসপাতালে স্বাস্থ্য কর্মী হিসেবে স্থায়ী পদে নিয়োগ করতে হবে। অযথা ড্রাগ কন্ট্রোল বোর্ডের হয়রানি বন্ধ করতে হবে, কেন্দ্র রাজ্য সরকারকে ৭৮৪ টা ঔষধের দাম কমাতে হবে । ভেজাল ঔষধ বন্ধ করতে হবে। এই দাবিতে আজকের হলদিয়া পৌরসভা ও হলদিয়া ব্লকের পক্ষ থেকে - ব্লক সম্মেলন অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুধাংশু শেখর মন্ডল ।PMPAI এর রাজ্য সভাপতি প্রানোতোষ মাইতি জেলা সম্পাদক রাম পদ সাঁতরা, এমএসসি জেলা সম্পাদক জয়দেব ঘোড়া গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডক্টর প্রসেনজিৎ হালদার পেটের রোগের উপরে ক্লাস নেন। ২১ জনের একটি শক্তিশালী কমিটি গঠিত হয়েছে -আগামী দিনে আন্দোলনকে শক্তিশালী করার জন্য।
No comments