Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে,সিঁন্দুর অপারেশনের ভারতীয় সেনাবাহিনীর জয়মাল্য উদযাপন !

হলদিয়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে,সিঁন্দুর অপারেশনের ভারতীয় সেনাবাহিনীর জয়মাল্য উদযাপন !
পহেলগাঁওয়ের জঙ্গি হামলার জবাবে গভীর রাতে পাকিস্তানে এবং পাক-অধিকৃত কাশ্মীরে সামরিক অভিযান চালিয়েছিলেন ভারত। গুরুত্বপূর্ণ এই অভিযানের নাম দেও…

 




হলদিয়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে,সিঁন্দুর অপারেশনের ভারতীয় সেনাবাহিনীর জয়মাল্য উদযাপন !


পহেলগাঁওয়ের জঙ্গি হামলার জবাবে গভীর রাতে পাকিস্তানে এবং পাক-অধিকৃত কাশ্মীরে সামরিক অভিযান চালিয়েছিলেন ভারত। গুরুত্বপূর্ণ এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। 

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/S3FrfwCT2I8

এরপর  দিল্লিতে সাংবাদিক সম্মেলন করেছিলেন বিদেশসচিব বিক্রম মিস্রি, ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশি এবং বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিং।ভারতের ইতিহাসে এই প্রথম এত বড় অভিযান নিয়ে সাংবাদিক সম্মেলন করেছিলেন দুই মহিলা আধিকারিক ৷ সংযত অথচ দৃঢ়তার সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সদ্য-সংগঠিত অভিযানের বিস্তারিত ব্যাখ্য দিয়ে ছিলেন তাঁরা ৷  সাংবাদিক সম্মেলনে সোফিয়া ও ব্যোমিকার উপস্থিতি দেশের সশস্ত্র বাহিনীতে নারীদের ক্রমবর্ধমান শক্তির প্রতিফলন ৷ অপারেশনের সাফল্যের জন্য ভারতবাসী হয়ে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা সম্মান জানানোর জন্য বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা নিয়ে মিছিল সংঘটিত হয়। হলদিয়া তৃণমূল কংগ্রেস শহর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজ ১৮ই মে রবিবার মঞ্জুশ্রী থেকে দুর্গাচক মিলন সংঘ ক্লাব পর্যন্ত সুসজ্জিত বর্ণাঢ্য মিছিল সংঘটিত হয়। প্লাগার্ডে বিবেকানন্দ, রবীন্দ্রনাথ নজরুল,তার সাথে সেনা কর্নেল সুফিয়া কুরেশী, এবং বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিং এর ছবি দেখা যায়। প্রায় তিন কিলোমিটার পায়ে হেঁটে জাতীয় পতাকা হাতে নিয়ে ভারত মাতা এবং সুফিয়া কুরেশী জয়ধ্বনি দিতে লাগেন। এই মিছিলে নেতৃত্ব দেন হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস সভাপতি মিলন মন্ডল। উপস্থিত ছিলেন হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস মহিলা নেত্রী মনিমালা করন, পূর্ব মেদিনীপুর জেলা তমলুক সাংগঠনিক সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস আজিজুল রহমান, এবং শিবনাথ সরকার এছাড়াও বিভিন্ন আইএনটিটিইউসি ও গনসংগঠনে নেতৃত্ববৃন্দ। হলদিয়া পৌরসভা প্রাক্তন কাউন্সিলর গন। হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস সভাপতি মিলন মন্ডল বলেন ভারত মাতার বীর সংগ্রামী সিন্দুর আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছিলেন তাদের শ্রদ্ধা  জয়মাল্য জন্য এই মিছিল। এছাড়া যে সকল বীর শহীদ সেনারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা এছাড়া প্রায় ২৬ জন ভারতীয় নাগরিকের উপর জঙ্গি হামলার নিহত তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। তিনি আরো বলেন আমরা ভারতীয় অখন্ড  সার্বভৌমত্ব  রক্ষার্থে,আমাদের দেশের সেনাবাহিনী বীর বিক্রমের পরিচয় দিয়েছেন সেই ভারতীয় সেনাবাহিনী জয়মাল্য উদযাপন করলাম আমরা। তিনি বলেনভারতবাসী হিন্দু-মুসলিম শেখ জৈন খ্রিস্টান সবাইকে নিয়ে যে  ভারত বর্ষের সংবিধান সেই সংবিধানে শ্রদ্ধা জানিয়ে আসুন আমরা একসঙ্গে মিলেমিশে বসবাস করি।

 


No comments