জেলায় ৩৭০০ অসংগঠিত শ্রমিকের সুরক্ষা যোজনা!
পূর্ব মেদিনীপুরের ৩৭০০ জন অসংগঠিত শ্রমিক পেলেন রাজ্য সরকারের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার সুবিধা। এই প্রকল্পে ভবিষ্যনিধি তহবিলের (পিএফ) টাকার পাশাপাশি শারীরিকভাবে অক্ষম প্রতিবন্ধী ভ…
জেলায় ৩৭০০ অসংগঠিত শ্রমিকের সুরক্ষা যোজনা!
পূর্ব মেদিনীপুরের ৩৭০০ জন অসংগঠিত শ্রমিক পেলেন রাজ্য সরকারের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার সুবিধা। এই প্রকল্পে ভবিষ্যনিধি তহবিলের (পিএফ) টাকার পাশাপাশি শারীরিকভাবে অক্ষম প্রতিবন্ধী ভাতা, কর্মরত অবস্থায় মৃত্যুর কারণে সরকারি অনুদানও দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় রাজমিস্ত্রি থেকে পরিবহন কর্মী, ইটভাটা, বেকারি, ধোপা, নাপিত, ফেরিওয়ালা, বিড়িশ্রমিক, অটোচালক বিভিন্ন পেশার অসংগঠিত শ্রমিক রয়েছেন ১৫ লক্ষ, ৫৬ হাজার জন। বাম জমানায় এই প্রকল্পে অসংগঠিত শ্রমিকদের ২৫ টাকা করে জমা দিতে হত। সরকারের তরফে দেওয়া হয় ৩০ টাকা। বর্তমান সরকার শ্রমিকদের ২৫ টাকাও দিয়ে থাকে। অর্থাৎ অসংগঠিত শ্রমিকদের আর কোনও টাকা দিতে হয় না এই প্রকল্পে। ৬০ বছর পূর্ণ হওয়ার পর ভবিষ্যতে প্রকল্পের সুদ-সহ জমাকৃত টাকা শ্রমিকরা পেয়ে থাকেন। গত ১৫ এপ্রিল থেকে ১৫ মে টানা এক মাস ধরে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে শ্রম দপ্তরের বিশেষ অভিযান চালানো হয়। কর্মরত অবস্থায় মৃত ৯০ জন শ্রমিকের পরিবারের হাতে সরকারি অনুদান তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি শারীরিকভাবে অক্ষম তেমন দুই প্রতিবন্ধী শ্রমিকের হাতে এককালীন সরকারি সাহায্য দেওয়া হয়েছে। বাকি অসংগঠিত শ্রমিকরা ৬০ বছর কাজের মেয়াদ শেষ হওয়ার পরে প্রাপ্য ভবিষ্যনিধি তহবিলের টাকা পেয়েছেন। সব মিলিয়ে পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত ৩৭০০ জন অসংগঠিত শ্রমিকের হাতে গত এক মাসে ৪ কোটি ৬৬ লাখ টাকার সরকারি সুবিধা তুলে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে শ্রম দপ্তরের হলদিয়ার ডেপুটি লেবার কমিশনার সুদীপ্ত সামন্ত জানিয়েছেন, "বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় গত এক মাসে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকার অসংগঠিত শ্রমিকদের আমরা সরকারি সুবিধা দেওয়ার কাজ করেছি। বেশি সংখ্যক অসংগঠিত শ্রমিককে সরকারি এই সুবিধা দেওয়ার উদ্দেশ্যে আগামী দিনে এই প্রকল্পের কাজ চলতে থাকবে।"
No comments