Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মোক্ষলাভের গয়ার নাম পরিবর্তন, পৌরাণিক কাহিনি অনুযায়ী নয়া নামকরণ!

মোক্ষলাভের গয়ার নাম পরিবর্তন, পৌরাণিক কাহিনি অনুযায়ী নয়া নামকরণ! বিহারে নির্বাচনের আগে সিদ্ধান্ত  বিজেপি সরকারের।ফল্গু নদীর তীরে পিণ্ডদান করতে আজও ছুটে যান সারা ভারতবর্ষের বহু মানুষ । মোক্ষলাভের ভূমি হিসেবেই পরিচিত বিহারের গয়া শহ…

 



মোক্ষলাভের গয়ার নাম পরিবর্তন, পৌরাণিক কাহিনি অনুযায়ী নয়া নামকরণ!

 বিহারে নির্বাচনের আগে সিদ্ধান্ত  বিজেপি সরকারের।ফল্গু নদীর তীরে পিণ্ডদান করতে আজও ছুটে যান সারা ভারতবর্ষের বহু মানুষ । মোক্ষলাভের ভূমি হিসেবেই পরিচিত বিহারের গয়া শহর। এবার সেই গয়ার নাম পাল্টে গেল।চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন। আর তার আগে গয়ার নাম পাল্টে ‘গয়া জী’ করে দিল রাজ্যে ক্ষমতাসীন নীতীশ কুমার ও বিজেপি-র সরকার।বিহার সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, গয়া শহরের ধর্মীয়, পৌরাণিক গুরুত্ব রয়েছে যেমন, তেমনই ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। তাই গয়ার নামে ‘জী’ যুক্ত করার সিদ্ধান্ত।কথিত রয়েছে, ত্রেতা যুগে অধুনা গয়ায় ‘গয়াসুর’ নামের রাক্ষস ছিল। ভগবান বিষ্ণুর তপস্যায় মগ্ন ছিল সে। তার তপস্যায় মুগ্ধ হয়ে বরদান করতে চান ভগবান বিষ্ণু।এতে গয়াসুর বলে, ‘আপনি আমার শরীরে বাস করুন। এতে আমার দিকে তাকানো মাত্র সকলের পাপ ধুয়েমুছে সাফ হয়ে যাবে। পাপীও পুণ্যাত্মায় পরিণত হবে, স্বর্গলাভ করবে’।ভগবান বিষ্ণু ভক্তকে বরদান করে চলে গেলেও, বিধির বিধানে বিঘ্ন ঘটতে দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন ব্রহ্মা। গয়াসুরের কাছে উপস্থিত হয়ে বলেন, ‘পরমপুণ্য গয়াসুর! আমি ব্রহ্মযজ্ঞ করতে চাই। তোমার মতো কোনও পুণ্যভূমি পেলাম না’।এতে গয়াসুর ৫ ক্রোশ জায়গা জুড়ে মাটিতে শুয়ে পড়ে। তার শরীরের উপর বসেই দেব-দেবীরা যজ্ঞ করেন। যজ্ঞ শেষ হওয়ার পর গয়াসুরের শরীর অস্থির হয়ে ওঠে।এতে দেবতাদের চিন্তা বাড়ে। তাঁরা ভগবান বিষ্ণুকে আর্জি জানান, তিনি যজ্ঞে যোগ দিলেই গয়াসুর শান্ত হতে পারে। সেই মতো যজ্ঞে যোগ দেন ভগবান বিষ্ণু এবং শান্ত হয়ে যায় গয়াসুর।এর পর ভগবান বিষ্ণুর কাছে গয়াসুর আবেদন জানায় যে, ‘আপনি আমাকে শিলায় পরিণত করে দিন এবং দেবতাদের সঙ্গে অপ্রত্যক্ষ ভাবে সেই শিলায় বিরাজ করুন, যাতে এই জায়গা পরলৌকিক কাজের তীর্থস্থান হয়ে উঠতে পারে। সেই থেকেই গয়ায় পিণ্ডদান, শ্রাদ্ধ ও তর্পণ হয়।পৌরাণিক কাহিনি অনুযায়ী, গয়াসুর মৃত্যুর পরেও মানুষের মঙ্গল-অমঙ্গলের কথা ভাবছে দেখে প্রসন্ন হন ভগবান বিষ্ণু। গয়াসুরকে তিনি পুণ্যাত্মা বলে উল্লেখ করেন।পৌরাণিক কাহিনির জেরে ওই জায়গার নাম ‘গয়া জী’ই ছিল। কিন্তু সময়ের সঙ্গে তা শুধু গয়ায় পরিণত হয়। সেই কাহিনি মাথায় রেখেই গয়ার নাম পাল্টে ‘গয়া জী ’ করল নীতীশ ও বিজেপি সরকার।

No comments