পাঁশকুড়ার কাঁসাইয়ের ভেঙে যাওয়া নদীবাঁধগুলি পরিদর্শনে জেলা শাসক,বাঁধের গুণগতমান নিয়ে ক্ষোভ!সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: রাজ্যের নদী বাঁধগুলি পরিস্থিতি নিয়ে বর্ষার পূর্বে করণীয় সম্পর্কে গতকাল রাজ্যের মুখ্য সচিব সমস্ত জেলার…
পাঁশকুড়ার কাঁসাইয়ের ভেঙে যাওয়া নদীবাঁধগুলি পরিদর্শনে জেলা শাসক,বাঁধের গুণগতমান নিয়ে ক্ষোভ!
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: রাজ্যের নদী বাঁধগুলি পরিস্থিতি নিয়ে বর্ষার পূর্বে করণীয় সম্পর্কে গতকাল রাজ্যের মুখ্য সচিব সমস্ত জেলার জেলা শাসক সহ পদাধিকারীদের নিয়ে ভার্চুয়াল সভা করেছিলেন। ওই সভার পরিপেক্ষিতে আজ পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক দুপুরে কাঁসাই নদীর পাঁশকুড়া সংলগ্ন অংশে ভেঙে যাওয়া নদীবাঁধগুলির বাঁধার বিষয়টি খতিয়ে দেখতে সরজেমিন পরিদর্শনে আসেন। উনি মানুর,জঁদরা,গড় পুরুষোত্তমপুর প্রভৃতি ভেঙে যাওয়া নদীবাঁধগুলি পরিদর্শন করেন। পরিদর্শনের টিমে জেলা শাসক পূর্ণেন্দু মাজী ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক(উন্নয়ন)নেহা বন্দ্যোপাধ্যায়,সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবব্রত সরকার,তমলুকের মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার ,সেচ দপ্তরের পাঁশকুড়ার এসডিও,পাঁশকুড়া ব্লকের জয়েন্ট বিডিও,পৌরসভার চেয়ারম্যান,পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি প্রমুখেরা। পরিদর্শনের সময় বাঁধ তৈরির গুণমান নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয় বাসিন্দারা।
প্রসঙ্গত উল্লেখ্য,ওই নদীবাঁধ শক্তপোক্ত করে বাঁধার দাবীতে সরব-পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটি। শুধু তাই নয়,কাজের গুণমান নিয়েও প্রশ্ন তুলেছে ওই কমিটি। কারণ যে ঠিকাদাররা কাজ করছে,তারা ৬০ শতাংশেরও বেশি লেসে(Less)সেচ দপ্তরের ওই কাজ ধরেছে। বিষয়টি নিয়ে কমিটির পক্ষ থেকে ইতিমধ্যে ব্লকের বিডিও এবং সেচ দপ্তরের এস ডি ও'র নিকট ডেপুটেশনও দেওয়া হয়েছে।
কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ভেঙে যাওয়া নদী বাঁধ নির্মাণের গুণগতমান নিয়ে ক্ষোভের পাশাপাশি বলেন, কাঁসাই নদীর ময়না রামচন্দ্রপুর থেকে পাঁশকুড়ার শ্যামপুর পর্যন্ত চলতি বছরে নদী সংস্কার না হওয়ায় কংসাবতী ব্যারেজ থেকে একসঙ্গে অতিরিক্ত জল ছাড়লে আগামী বর্ষাতেও ফের নদীবাঁধ ভেঙে বন্যার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
No comments