Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বর্ষার পূর্বে সোয়াদিঘী খাল সংস্কারের দাবীতে ২২ শে মে জেলা শাসক দপ্তরে বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতিতে সভা

বর্ষার পূর্বে সোয়াদিঘী খাল সংস্কারের দাবীতে ২২ শে মে জেলা শাসক দপ্তরে বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতিতে সভাসংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক:তমলুক মহকুমার গুরুত্বপূর্ণ সোয়াদিঘী খাল সহ জঁফুলি,কামিনা,জয়গোপাল প্রভৃতিনিকাশী খালগুলি পূর্ণ সংস্…

 




বর্ষার পূর্বে সোয়াদিঘী খাল সংস্কারের দাবীতে ২২ শে মে জেলা শাসক দপ্তরে বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতিতে সভা

সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক:তমলুক মহকুমার গুরুত্বপূর্ণ সোয়াদিঘী খাল সহ জঁফুলি,কামিনা,জয়গোপাল প্রভৃতি

নিকাশী খালগুলি পূর্ণ সংস্কার,সোয়াদিঘী লকগেটের সাটার তোলা-ফেলার জন্য বৈদ্যুতিকরণ,লকগেট থেকে রূপনারায়ন নদ পর্যন্ত সোজাসুজি খনন,নিকাশী খালের ভেতরে থাকা কচুরিপানা ও জঞ্জাল বর্ষার পূর্বেই পরিষ্কার সহ বন্যা প্রতিরোধ ও সুষ্ঠু জলনিকাশীর দাবীতে সোয়াদিঘী খাল সংস্কার সমিতির  জঁফুলি শাখার উদ্যোগে ২২ শে মে,জেলা শাসক ও জেলা সেচ দপ্তরে ভুক্তভোগীদের বিক্ষোভ-ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়েছে। ওই কর্মসূচির প্রস্তুতিতে আজ বিকেলে জঁফুলি দেশপ্রান হাইস্কুলে কৃষকদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অমিয় প্রধান। মূল বক্তব্য রাখেন সোয়াদিঘী খাল সংস্কার সমিতির সম্পাদক মধুসূদন বেরা ও পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। সভায় উপস্থিত ছিলেন,প্রশান্ত সামন্ত,নিবাস মানিক,রাজপতি ঘড়া প্রমূখ। 

সভায় নারায়ণবাবু অভিযোগ করেন, বর্ষা আসতে আর মাত্র একমাস বাকি। অথচ এলাকার জলনিকাশী সমস্যা সমাধানে এখনো পর্যন্ত সেচ ও প্রশাসনের পক্ষ থেকে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলস্বরূপ এলাকা ফের জলবন্দী হওয়ার সম্ভাবনা রয়েছে। 



No comments