ইউনিক রাইডার্সের চতুর্থ বর্ষ পূর্তি
শিল্পশহর হলদিয়া আশদতলিয়া বাস স্টপেজে M/S UNIQUE RIDERS ১৪ ই মে ২০২৪-এ চতুর্থ বর্ষপূর্তি উদযাপন হল। সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠান হয়। কেক কেটে উৎসবের সূচনা হয়। ১০০ টি মোটরবাইক নিয়ে হলদিয়া বিধ…
ইউনিক রাইডার্সের চতুর্থ বর্ষ পূর্তি
শিল্পশহর হলদিয়া আশদতলিয়া বাস স্টপেজে M/S UNIQUE RIDERS ১৪ ই মে ২০২৪-এ চতুর্থ বর্ষপূর্তি উদযাপন হল।
সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠান হয়। কেক কেটে উৎসবের সূচনা হয়। ১০০ টি মোটরবাইক নিয়ে হলদিয়া বিধানসভা এলাকা পরিক্রমা করেন। শিল্পশহর হলদিয়া আশদতলিয়া বাস স্টপেজে এই শোরুমে মিটিওর 350, হিমালায়ান বুলেট 350, ইন ইন্টারসেপ্টর, কন্টিনেন্টাল জিটি প্রভৃতি মডেল রয়েছে।সংস্থার অন্যতম ডিলার প্রিন্সিপাল নুরুল ইসলাম হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইন তিনি জানালেন রয়েল ইনফিল্ড সব রকমের মডেল তাদের শোরুমে রয়েছে।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/8bQAr3NqZZ0
কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার, দেখার জন্য সকলের সাদর আহ্বান। রকিয়া খাতুন জানান রয়েল ইনফিল্ড বিভিন্ন রকমের মডেল এই মুহূর্তে রয়েছে।ব্রজলালচক চৈতন্যপুর ভায়া আশদতলিয়া বাস স্ট্যান্ডে তাদের এই শোরুমে সব রকমের মডেল রয়েছে। ব্যাংক ফিনান্স ব্যবস্থা রয়েছে স্পার্টস এবং মেকানিক্যাল সব রকমের সুবিধা দেওয়ার জন্য তাদের কারিগর রয়েছেন।আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রয়েল এনফিল্ড শুভানুধ্যায়ী ,ক্রেতা, এবং রয়েল এনফিল্ড পরিবারবর্গ।
No comments