স্মার্ট প্রিপেড মিটার লাগানোর চক্রান্তের বিরুদ্ধে গ্রাহক প্রতিরোধ গড়ে তোলার ডাক! সংবাদদাতা- নারায়ন চন্দ্র নায়ক : অবিলম্বে বিদ্যুৎ এর ফিক্সড ও মিনিমাম চার্জবৃদ্ধি প্রত্যাহার,অতিরিক্ত সিকিউরিটির নামে বেআইনী বিদ্যুৎ বিলের সা…
স্মার্ট প্রিপেড মিটার লাগানোর চক্রান্তের বিরুদ্ধে গ্রাহক প্রতিরোধ গড়ে তোলার ডাক!
সংবাদদাতা- নারায়ন চন্দ্র নায়ক : অবিলম্বে বিদ্যুৎ এর ফিক্সড ও মিনিমাম চার্জবৃদ্ধি প্রত্যাহার,অতিরিক্ত সিকিউরিটির নামে বেআইনী বিদ্যুৎ বিলের সাথে বাড়তি টাকা আদায় বন্ধ ও "স্মার্ট মিটার" এর মাধ্যমে স্মার্টলি টাকা লুট প্রতিরোধ এবং জনস্বার্থবিরোধী বিদ্যুৎ আইন ২০০৩(সংশোধনী বিল- ২০২২)বাতিলের দাবীতে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন(অ্যাবেকা)লাগাতর আন্দোলন করে আসছে। ওই পরিপেক্ষিতে বিদ্যুৎ গ্রাহক আন্দোলনকে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে তীব্রতর করার লক্ষ্যে মেচেদা বিদ্যাসাগর লাইব্রেরীর রোকেয়া হলে জেলার বিভিন্ন কাস্টমার কেয়ার সেন্টারের সাথে যুক্ত নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক জয়মোহন পাল। সভায় উপস্থিত ছিলেন,অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস,রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য নীরেন কর্মকার, অশোক তরু প্রধান,প্রদীপ দাস,নারায়ন চন্দ্র নায়ক ও জেলা সম্পাদক শংকর মালাকার প্রমুখ।
সুব্রতবাবু জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকার সর্বস্তরের ক্ষুদ্র শিল্প-গৃহস্থ-বাণিজ্যিক-কৃষি বিদ্যুৎ গ্রাহকদের ওই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।
No comments