Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

‌‌পুলিশ ও তৃণমূলের ঠ্যাঙ্গাড়ে বাহিনীর নৃশংস আক্রমণে রাজপথে রক্তাক্ত শিক্ষকেরা!

‌‌পুলিশ ও তৃণমূলের ঠ্যাঙ্গাড়ে বাহিনীর নৃশংস আক্রমণে রাজপথে রক্তাক্ত শিক্ষকেরা!  আজ এস ইউ সি আই (সি)'র প্রতিবাদ দিবস পালন।সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক:              তৃণমূল সরকারের শিক্ষক নিয়োগের প্রশ্নে সীমাহীন দুর্নীতির ভয…

 



 ‌‌পুলিশ ও তৃণমূলের ঠ্যাঙ্গাড়ে বাহিনীর নৃশংস আক্রমণে রাজপথে রক্তাক্ত শিক্ষকেরা! 

 আজ এস ইউ সি আই (সি)'র প্রতিবাদ দিবস পালন।

সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক: 

             তৃণমূল সরকারের শিক্ষক নিয়োগের প্রশ্নে সীমাহীন দুর্নীতির ভয়ংকর পরিণতিতে যোগ্য শিক্ষকেরা শিক্ষাঙ্গন থেকে বিতাড়িত হয়েছে। গতকাল যোগ্য শিক্ষকদের বিকাশ ভবন অভিযানে দুর্নীতিকারী তৃণমূল সরকার লজ্জা পাওয়ার পরিবর্তে দলীয় ঠ্যাঙাড়ে বাহিনী এবং পুলিশ দিয়ে নৃশংস আক্রমণ চালিয়ে রক্তাক্ত করেছে শিক্ষক শিক্ষিকাদের। তাদের সীমাহীন ঔদ্ধত্যের নখ-দাঁত প্রত্যক্ষ করেছে রাজ্যবাসী। এই বর্বরোচিত আক্রমণকে তীব্র ধিক্কার জানিয়ে এসইউসিআই(সি) দলের আহ্বানে আজ ১৬ই মে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে প্রতিবাদ দিবস পালিত হয়। দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রনব মাইতি বলেন,জেলার মেচেদা- তমলুক-নিমতৌড়ী-পাঁশকুড়া-দেউলিয়া-কাঁথি-নোনাকুড়ি-রামতারক-এগরা সহ ২৫ টি স্থানে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভা হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দলের স্থানীয় নেতৃবৃন্দরা।

দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রনব মাইতি বলেন,শিক্ষকদের এই ন্যায়সঙ্গত আন্দোলনে এস ইউ সি আই (কমিউনিস্ট) সর্বদা পাশে রয়েছে। উনি বলেন, সরকারি শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে শিক্ষার বেসরকারিকরণের উদ্দেশ্যে কেন্দ্র এবং রাজ্য সরকার এক ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার তালিকা বিকাশ ভবন থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সহ সরকারি নেতা/মন্ত্রীদের কাছেই রয়েছে,যাদের কাছ থেকে তারা টাকা নিয়েছেন,বিনিময়ে তাদের চাকরি দিয়েছেন। যা CBI ও সুপ্রিম কোর্ট কারুরই অজানা নয়। ওই শিক্ষকদেরকেই সুপ্রিম কোর্ট সুদ সহ টাকা ফেরত দেওয়ার কথা বলেছে। তাদেরকে বাদ দিয়ে মেধা সম্পন্ন প্রায় কুড়ি হাজার ওই যোগ্য শিক্ষক/শিক্ষিকাদের সসম্মানে পুনর্বাহাল করে সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষার্থে সর্বস্তরের ছাত্র-শিক্ষক-অভিভাবক-সাধারণ মানুষকে এই লড়াইয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সেই সঙ্গে সরকারের নেতা-মন্ত্রী-আমলা,যারা টাকা তুলেছেন তাদেরও কঠোর শাস্তির দাবী জানান প্রনববাবু।

গতকাল যে নারকীয় হামলা সংগঠিত হয়েছে,সেই সকল গুন্ডাবাহিনী এবং পুলিশের ক্রিমিনালদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়ার দাবী তোলা হয় প্রতিবাদ সভা থেকে।



No comments