মৎস্যজীবীদের জন্য সুখবর?মৎস্যজীবীদের ট্রলারে নতুন যন্ত্র "ট্রান্সপন্ডার", মাঝ সমুদ্রে মৎস্যজীবীদের বিভিন্ন সুবিধা প্রদান করবে এই যন্ত্র!
মৎস্যজীবীদের ট্রলারে একটি নতুন যন্ত্র "টু ওয়ে এমএসএস ট্রান্সপন্ডার" স্থ…
মৎস্যজীবীদের জন্য সুখবর?
মৎস্যজীবীদের ট্রলারে নতুন যন্ত্র "ট্রান্সপন্ডার", মাঝ সমুদ্রে মৎস্যজীবীদের বিভিন্ন সুবিধা প্রদান করবে এই যন্ত্র!
মৎস্যজীবীদের ট্রলারে একটি নতুন যন্ত্র "টু ওয়ে এমএসএস ট্রান্সপন্ডার" স্থাপন করা হচ্ছে। এই যন্ত্রটি মৎস্যজীবীদের বিপদ সংকেত জানাতে, তাদের অবস্থান জানাতে এবং দুর্যোগের সময় জরুরি বার্তা পাঠাতে সাহায্য করবে. এই যন্ত্রটি মৎস্য বিভাগের তরফ থেকে ট্রলারগুলিতে বসানো হচ্ছে।
রেডিও সিগন্যাল এর মাধ্যমে মৎস্যজীবীদের সুবিধা প্রদান করবে এই ট্রান্সপন্ডার যন্ত্র। বিপদের সময় মৎস্যজীবীদের সঠিক দিশা দেবে এই যন্ত্র। কোন জায়গায় সঠিক পরিমাণে মাছ রয়েছে ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের বার্তা পৌঁছে দেবে। অন্যদিকে মেডিকেল ইমারজেন্সি তৎসহ কোস্টগার্ড মৎস্য দপ্তরের সাথে আপতকালীন পরিস্থিতিতে যোগাযোগে বিশেষ মাধ্যম এই ট্রান্সপন্ডার।
এই যন্ত্রের মাধ্যমে ট্রলারের অবস্থান সহজেই জানা যাবে, যা বিপদকালে মৎস্যজীবীদের সাহায্য করতে পারে. এর পাশাপাশি, এই যন্ত্রের মাধ্যমে আবহাওয়া এবং ঘূর্ণিঝড়ের সতর্কতা স্থানীয় ভাষায় জানানো সম্ভব হবে।
মৎস্য বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, এই যন্ত্রটি মৎস্যজীবীদের নানাভাবে সাহায্য করবে এবং প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এই নতুন যন্ত্র বসানো হচ্ছে. প্রথম পর্যায়ে ৫০০টি ট্রলারে এই যন্ত্র বসানো হবে, যার মধ্যে ৩০০টি দক্ষিণ ২৪ পরগনায় এবং বাকি ২০০টি পূর্ব মেদিনীপুরে বসানো হবে।
আগামী বছর বাকি ট্রলারের জন্য এই যন্ত্র বসানো হবে এমনই খবর। এই যন্ত্রের জন্য সরকারের খরচ বহন করবে।
No comments