কাঁথি মহাকুমার আদালতে যুগান্তকারী রায়!
২০২২ সালের ১৩ই ডিসেম্বর বেলা প্রায় সাড়ে ১০ টা নাগাদ,পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানা এলাকার মির্জাপুরে জমি চাষ সংক্রন্ত বিবাদকে কেন্দ্র করে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। এক বৃদ্ধ কৃষক যখন নিজে…
কাঁথি মহাকুমার আদালতে যুগান্তকারী রায়!
২০২২ সালের ১৩ই ডিসেম্বর বেলা প্রায় সাড়ে ১০ টা নাগাদ,পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানা এলাকার মির্জাপুরে জমি চাষ সংক্রন্ত বিবাদকে কেন্দ্র করে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। এক বৃদ্ধ কৃষক যখন নিজের জমিতে চাষাবাদ করছিলেন,ঠিক তখন তার ওপর অতর্কিতে হামলা চালায় এক ব্যক্তি। প্রথমে কথা কাটাকাটি শুরু হলেও পরবর্তীতে ঐ ব্যক্তি এক পর্যায়ে বৃদ্ধকে ধাক্কা মেরে কাদামাটিতে ফেলে দেয় এবং নির্মমভাবে কোদাল দিয়ে মুখ ও মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই প্রাণ হারান ওই বৃদ্ধ কৃষক।
বৃদ্ধর ছেলে ঘটনাটির বিষয়ে ভগবানপুর থানায় লিখিত অভিযোগ করেন।লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ। ঘটনার তদন্তভার পান সাব-ইন্সপেক্টর পীযুষ কান্তি মাইতি। পুলিশি তৎপরতায় সাথে সাথেই গ্রেফতার হয় অভিযুক্ত।তদন্ত শেষে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়।
কাঁথির মাননীয় অতিরিক্ত জেলা বিচারকের (দ্বিতীয় কোর্ট ) ঘরে শুরু হয় বিচার প্রক্রিয়া। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
No comments