Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাংলা আবাসের দ্বিতীয় কিস্তির টাকা পূর্ব মেদিনীপুরে পাচ্ছেন ৪২,৫০০ জন!

বাংলা আবাসের দ্বিতীয় কিস্তির টাকা পূর্ব মেদিনীপুরে পাচ্ছেন  ৪২,৫০০ জন! বাংলা আবাস যোজনায় দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হল পূর্ব মেদিনীপুর জেলায়। জেলার ৪২,৫০০ জন পাবেন এই টাকা। প্রকল্পে আবেদনকারী প্রত্যেককে ৬০ হাজার করে টাকা দে…

 


 বাংলা আবাসের দ্বিতীয় কিস্তির টাকা পূর্ব মেদিনীপুরে পাচ্ছেন  ৪২,৫০০ জন!

 বাংলা আবাস যোজনায় দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হল পূর্ব মেদিনীপুর জেলায়। জেলার ৪২,৫০০ জন পাবেন এই টাকা। প্রকল্পে আবেদনকারী প্রত্যেককে ৬০ হাজার করে টাকা দেওয়া হচ্ছে। এর আগে আবেদনকারীদের বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে ২০২৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত। প্রথম কিস্তিতে প্রত্যেকে পেয়েছেন ৬০ হাজার করে টাকা। সেই টাকায় এতদিনে ভিত থেকে জানালার উপর (লিনটন) পর্যন্ত বাড়ি নির্মাণের কাজ হয়েছে। প্রশাসনিক সমীক্ষার রিপোর্টে সরকারি দপ্তরে সেই তথ্য জমা পড়ার পর এবার নির্মাণ কাজ সম্পূর্ণ করার জন্য দেওয়া হচ্ছে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার করে টাকা। সবমিলিয়ে এই জেলায় বাংলা আবাস যোজনায় দ্বিতীয় কিস্তির জন্য সরকারি কোষাগার থেকে ২৫৫ কোটি টাকা খরচ করা হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সচিব সৌম্য চট্টোপাধ্যায় জানিয়েছেন, "বাংলা আবাস যোজনায় প্রথম কিস্তির টাকা পেয়ে যাঁরা লিনটন পর্যন্ত নির্মাণ কাজ করেছেন তেমন ৪২,৫০০ জনকে দেওয়া হচ্ছে দ্বিতীয় কিস্তির টাকা।" প্রত্যেক আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এই সরকারি সাহায্য। বাড়ি নির্মাণের পাশাপাশি শৌচাগার নির্মাণের জন্য পৃথকভাবে ১২ হাজার টাকা রাজ্য সরকারের তরফে দেওয়া হয়েছে।

No comments