AIDSO'র ডাকে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সর্বাত্মক সফল ছাত্র ধর্মঘট!সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক: ১৫ মে বিকাশ ভবনে যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ন্যায়সঙ্গত আন্দোলনের উপর বর্বরোচিত পুলিশী অত্যাচারে রক্তাক্ত হয়েছেন …
AIDSO'র ডাকে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সর্বাত্মক সফল ছাত্র ধর্মঘট!
সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক: ১৫ মে বিকাশ ভবনে যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ন্যায়সঙ্গত আন্দোলনের উপর বর্বরোচিত পুলিশী অত্যাচারে রক্তাক্ত হয়েছেন বহু শিক্ষক ও শিক্ষাকর্মীবৃন্দ। অনেকের হাত-পা ভেঙেছে, চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরী হয়েছে। এই ঘটনার প্রতিবাদে এবং যোগ্য শিক্ষকদের কাজে পুনর্বহাল করার দাবীতে ছাত্র সংগঠন AIDSO আজ ১৯মে সারা বাংলা ছাত্র ধর্মঘটের ডাক দেয়। তারই অঙ্গ হিসেবে আজ পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ও তমলুক কলেজে ধর্মঘটের সমর্থনে পিকেটিং করা হয়। বেশিরভাগ ছাত্রছাত্রীরা কলেজ বয়কট করে। কলেজ চত্বরে মিছিল করা হয়। কাঁথি প্রভাত কুমার কলেজে শান্তিপূর্ণ পিকেটিং এর দাবির সঙ্গে সহমত পোষণ করে ছাত্ররা ক্লাস বয়কট করে। কিন্ত শান্তিপূর্ণ পিকেটিং চলাকালীন TMCP'র গুন্ডা বাহিনী AIDSO কর্মীদের আক্রমণ করে,মারধর করে জামা ছিঁড়ে দেয়। ব্যানার-পোস্টার ছিঁড়ে দেয়। এর প্রতিবাদ জানিয়ে সংগঠনের পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ সাংগঠনিক জেলার সম্পাদিকা নিরুপমা বক্সি ও আহ্বায়ক লক্ষণ ঘোড়াই বলেন, "বিকাশ ভবনে যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ন্যায়সঙ্গত আন্দোলনের উপর পুলিশি আক্রমণকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। এই ঘটনার প্রতিবাদে এবং যোগ্যদের কাজে পুনর্বহাল করার দাবিতে আজ রাজ্য জুড়ে সারা বাংলা ছাত্র ধর্মঘট সংগঠিত হচ্ছে। আমরা জানি, রাজ্যের ৮২০৭টি সরকারী স্কুল বন্ধের মুখে। বহু স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই। এমন অবস্থায় ২৬,০০০ শিক্ষক বাতিল গোটা সরকারি শিক্ষা ব্যবস্থার উপর ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে আনবে । এর বিরুদ্ধে ছাত্র সংগঠন AIDSO রাজ্য জুড়ে তীব্র আন্দোলন গড়ে তুলছে। দাবী আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।" আজকের পূর্ব মেদিনীপুর জেলার ছাত্র ধর্মঘটে নেতৃত্ব দেন জেলা সভাপতি শুভজিৎ অধিকারী, সম্পাদিকা নিরুপমা বক্সি, আহ্বায়ক লক্ষণ ঘোড়াই সহ জেলা নেতৃবৃন্দ।
No comments