Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবরের মধ্য থেকে দেহ বের করে সেলফি তোলার সময় আটক এক যুবক!

কবরের মধ্য থেকে দেহ বের করে সেলফি তোলার সময় আটক এক যুবক!কাঁথিতে কবরের মধ্য থেকে দেহ বের করে সেলফি তোলার সময় আটক এক যুবক। যুবককে আটক করে বেধড় ক মারধর করে এলাকার মানুষ। পরে যুবক কে আটকে রাখে একটি ঘরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্…

 


কবরের মধ্য থেকে দেহ বের করে সেলফি তোলার সময় আটক এক যুবক!

কাঁথিতে কবরের মধ্য থেকে দেহ বের করে সেলফি তোলার সময় আটক এক যুবক। যুবককে আটক করে বেধড় ক মারধর করে এলাকার মানুষ। পরে যুবক কে আটকে রাখে একটি ঘরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী। আটক যুবককে উদ্ধার করতে গিয়ে খন্ড যুদ্ধ বাধে পুলিশ ও জনতার অভিনব ঘটনা সাক্ষী থাকলো পূর্ব মেদিনীপুরের কাঁথি থানা এলাকার  শ্রীরামপুর। আজ সকাল দশটা নাগাদ এক যুবক কবরের মধ্য থেকে একটি মৃতদেহ বের করে তাকে দাঁড় করিয়ে সেলফি তুলতে থাকে। তখন এলাকার স্থানীয় মানুষজন ঘটনাটি দেখতে পেয়ে পাকড়াও করে যুবকটিকে। এরপর গ্রামবাসীরা যুবকটিকে জিজ্ঞাসাবাদ করে সঠিক উত্তর না পাওয়ায় বেধড়ক মারধর শুরু করে। পরে আটকে রাখে আর কি বদ্ধ ঘরের মধ্যে। 

 ঘটনার খবর পেয়ে এলাকায় উপস্থিত হয় কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী। আটক যুবকটিকে উদ্ধার করতে গিয়ে রীতিমতো পুলিশ ও জনতার খন্ড যুদ্ধ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। পরে পুলিশের কমব্যার্ড ফোর্সের উপস্থিতিতে আটক যুবকটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দারুয়া মহকুমা হাসপাতালে পাঠায় কাঁথি থানার পুলিশ। এলাকার উত্তেজনা সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।

 স্থানীয়দের অভিযোগ- তন্ত্র সাধনা বা পাচারের উদ্দেশ্য থাকলে রাতের বেলা এমন ঘটনা ঘটাতো। দিন দুপুরে এলাকায় সম্প্রীতির বাতাবরণ নষ্ট করার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে যুবক। 

 তবে পুলিশ সূত্রে জানা গেছে ওই যুবকের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানা এলাকায়। কাঁথি মহকুমা পুলিশ সুপার দিবাকর দাস বলেন- আটক যুবকের নাম প্রভাকর সিট, বয়স ৩৩। যুবকটি অসুস্থ থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি, যুবককে জিজ্ঞাসাবাদ করলে উঠে আসবে আসল ঘটনা। তবে বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


No comments