২০ মে থেকে শুরু হচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণ বঙ্গ বাস সার্ভিস!
সব কিছু ঠিক থাকলে, আগামী কিছু দিনের মধ্যেই উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলো থেকে আপনি সরাসরি একটি বাসে চেপে পৌঁছে যেতে পারবেন দীঘার সমুদ্র সৈকতে।
সর্বশেষ আপডেট অনুয…
২০ মে থেকে শুরু হচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণ বঙ্গ বাস সার্ভিস!
সব কিছু ঠিক থাকলে, আগামী কিছু দিনের মধ্যেই উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলো থেকে আপনি সরাসরি একটি বাসে চেপে পৌঁছে যেতে পারবেন দীঘার সমুদ্র সৈকতে।
সর্বশেষ আপডেট অনুযায়ী, আপাতত তিনটে রুট বেছে নেওয়া হয়েছে। সেই রুটগুলো হলো:
১) শিলিগুড়ি হইতে দীঘা,
২) কোচবিহার হইতে দীঘা, এবং
৩) আলিপুরদুয়ার হইতে দীঘা।
বাসগুলো হবে ভলভো ৯৬০০ (বি ৮ আর) ইউরো ৬ সিটার বাস।
ভাড়া, রুটের ডিটেল, এবং সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। কিন্তু খুব শীঘ্রই এই বাস পরিষেবা চালু হবে বলেই খবর।
No comments