বিদ্যুৎ-এ স্মার্ট মিটার লাগানোর চক্রান্ত রুখতে গন স্বাক্ষর সংগ্রহ অভিযান সংবাদদাতা- নারায়ন চন্দ্র নায়ক: বিদ্যুতের বেসরকারিকরণ ও স্মার্ট প্রিপেড মিটার লাগানো বন্ধ,বর্ধিত ফিক্সড ও মিনিমাম চার্জ প্রত্যাহার, চাষের মরশুমে লাইন না কাটা…
বিদ্যুৎ-এ স্মার্ট মিটার লাগানোর চক্রান্ত রুখতে গন স্বাক্ষর সংগ্রহ অভিযান
সংবাদদাতা- নারায়ন চন্দ্র নায়ক: বিদ্যুতের বেসরকারিকরণ ও স্মার্ট প্রিপেড মিটার লাগানো বন্ধ,বর্ধিত ফিক্সড ও মিনিমাম চার্জ প্রত্যাহার, চাষের মরশুমে লাইন না কাটা,গৃহস্থে মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতে ছাড়,কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ ও এল.পি.এস.সি.(জরিমানা) মুকুব,অন্যায়ভাবে লোডের ভিত্তিতে অতিরিক্ত সিকিউরিটি ডিপোজিট আদায় না করে গ্রাহকদের জমা রাখা সিকিউরিটির উপর আইনসম্মতভাবে সুদের টাকা ফেরত সহ বিদ্যুৎ গ্রাহকদের গুরুত্বপূর্ণ কতগুলি দাবী নিয়ে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের আহ্বানে গণস্বাক্ষর সংগ্রহের কর্মসূচি চলছে। ওই কর্মসূচির পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন 'অ্যাবেকা'র ভোগপুর শাখার পক্ষ থেকে আজ ৮ ই এপ্রিল ভোগপুর বাজারে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।
সংগঠন সূত্রে জানা গেছে,কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রীকে গ্রাহকদের ৪ দফা দাবি সম্বলিত স্মারকলিপিতে সর্বস্তরের জনসাধারণের স্বাক্ষর সংগ্রহের উদ্দেশ্যে গনস্বাক্ষর সংগ্রহ অভিযানে সামিল হওয়ার আবেদন জানানো হয়।
No comments