স্কুলের সামনে থেকে মদ দোকান তুলে দেওয়ার দাবিতে অভিভাবকদের বিক্ষোভ
মহিষাদলের কেশবপুর জালপাই গদাধর যোগেন্দ্র মিলন বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুলের ঢিল ছোড়া দূরেই সরকারী লাইসেন্স প্রাপ্ত মদের দোকানের বিরুদ্ধে স্কুলের ছাত্র ছাত্রী…
স্কুলের সামনে থেকে মদ দোকান তুলে দেওয়ার দাবিতে অভিভাবকদের বিক্ষোভ
মহিষাদলের কেশবপুর জালপাই গদাধর যোগেন্দ্র মিলন বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুলের ঢিল ছোড়া দূরেই সরকারী লাইসেন্স প্রাপ্ত মদের দোকানের বিরুদ্ধে স্কুলের ছাত্র ছাত্রীদের অভিভাবকদের প্রতিবাদ। বিক্ষোভ গোটা এলাকা জুড়ে মদের আসর। রাস্তা ঘাটে বেরোতে পারেনা কেউই।
অভিযোগ
১) স্কুলের মেয়েরা যখন স্কুলে আসে রাস্তায় দুধারে বসে মদ্যপান করে
কটুক্তি করে, অশ্লীল ভাষা, মোটরবাইকের উৎপাত, গায়ে হাত দেওয়া, নানারকম সমস্যা ।প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা মেলেনি
No comments