Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নাবালিকার উপর যৌন অত্যাচারের প্রতিবাদে থানায় ডেপুটেশন

কোলাঘাটে নাবালিকার উপর যৌন অত্যাচারের প্রতিবাদে থানায় ডেপুটেশনসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: গত কয়েকদিন পূর্বে কোলাঘাট থানার রাইনে হোসিয়ারী শ্রমিক বাপন দোলইয়ের ছোট মেয়ের উপর শারীরিক নির্যাতন চালায় পার্শ্ববর্তী গ্রামের এক যুবক…

 




কোলাঘাটে নাবালিকার উপর যৌন অত্যাচারের প্রতিবাদে থানায় ডেপুটেশন

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: গত কয়েকদিন পূর্বে কোলাঘাট থানার রাইনে হোসিয়ারী শ্রমিক বাপন দোলইয়ের ছোট মেয়ের উপর শারীরিক নির্যাতন চালায় পার্শ্ববর্তী গ্রামের এক যুবক। ওই ঘটনার প্রতিবাদে মহিলা সাংস্কৃতিক সংগঠনের ব্লক কোলাঘাট ব্লক শাখার পক্ষ থেকে কোলাঘাটের বিট হাউসে ডেপুটেশন ও স্মারকলিপি দেওয়া হয়। প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের পক্ষে প্রতিমা অধিকারী, মায়া খামরই, সুতপা সিনহা,মিঠু দত্ত,রীতা সিনহা প্রমুখ। বিট হাউসের ভারপ্রাপ্ত আধিকারিক জানান,পার্শ্ববর্তী হরিহরপুরের শেখ মমতাজ নামে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। 

           প্রসঙ্গত উল্লেখ্য, বাপনের বড় মেয়ে যে অষ্টম শ্রেণীতে পড়তো তাকে বিভিন্ন সময় ওই অভিযুক্ত উত্যক্ত করত। ফলস্বরূপ বাপন তার বড় মেয়েকে মামার বাড়ি পাঠিয়ে দেয়। এই অবস্থায় বাপনের পরিবার হোসিয়ারীর কাজ করতে চলে যাওয়ার ওই ফাঁক সময়ে মনতাজ বাপনের বাড়িতে হানা দেয় এবং বাপনের ছোট মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী ওই নাবালিকাকে ছুরি দেখিয়ে তার উপর যৌন অত্যাচার করে। এবং মলদ্বারে চামচ ঢুকিয়ে দেয় বলে অভিযোগ।


No comments