Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গ্যাস ও ন্যাপথা পাইপলাইনে আগুন? আতঙ্ক এলাকার মানুষ

গ্যাস ও ন্যাপথা পাইপলাইনে আগুন? আতঙ্ক এলাকার মানুষশিল্প শহর হলদিয়াতে পাইপলাইন বিভিন্ন জায়গা থেকে বিছানো হয়েছে। বন্দরের জাহাজ থেকে সরাসরি কারখানায় গ্যাস ন্যাযথা সহজ ভাবে পৌঁছানোর জন্যই এই পাইপলাইন ব্যবহার করা হয়। শিল্প শহরের …

 


গ্যাস ও ন্যাপথা পাইপলাইনে আগুন? আতঙ্ক এলাকার মানুষ

শিল্প শহর হলদিয়াতে পাইপলাইন বিভিন্ন জায়গা থেকে বিছানো হয়েছে। বন্দরের জাহাজ থেকে সরাসরি কারখানায় গ্যাস ন্যাযথা সহজ ভাবে পৌঁছানোর জন্যই এই পাইপলাইন ব্যবহার করা হয়। শিল্প শহরের বিভিন্ন জায়গায় পাইপ লাইন লিক করে তেল চুরির ঘটনা ঘটেছিল এর আগে। যদিও অনেক তেল জলাশয় চলে গিয়ে নষ্ট হয়েছে অনেক। প্রশাসনের নজরে আসতেই তৎক্ষণাৎ রিপিয়ারিং এর কাজ হয়েছে।

ভবানীপুর থানার অন্তর্গত ১৩ নংওয়ার্ড পরমানন্দচক শান্তি কলোনি এলাকায় HPL (হলদিয়া পেট্রো কেমিক্যালস) গামী কয়েকটি পাইপলাইন রয়েছে ঐ লাইনে গ্যাস ও ন্যাপথা সরবারহ হয়,ঐ লাইনে আচমকা আগুন লেগে যায়,খবর পেয়ে ঘটনাস্থলে হলদিয়া থানার পুলিশ ও ফায়ার ব্রিগেড পৌছায়, একটি HPL-এর ফায়ার সার্ভিস ও একটি সরকারি ফায়ার গাড়ির তৎপরতায় প্রায় চায ঘন্টা লাগে আগুন নিয়ন্ত্রণে আসে, কোনো হতাহতের খবর নেই বর্তমানে, বর্তমানে উক্ত এরিয়া HPL কোম্পানির সুপারভিশনে রয়েছে। তদন্তে রয়েছেন ভবানীপুর থানার পুলিশ।

No comments