জেলা কংগ্রেসের একটি সাংগঠনিক সভাআজ তমলুকে জেলা কংগ্রেস অফিসে পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের একটি সাংগঠনিক সভা হয়। এ আই সি সি জেলা কংগ্রেস সভাপতিদের নিয়ে দিল্লীতে এআইসিসি হেড কোয়াটারে যে সভা হয়েছিল সেই সভার নির্দেশিকা অনুযায়ী…
জেলা কংগ্রেসের একটি সাংগঠনিক সভা
আজ তমলুকে জেলা কংগ্রেস অফিসে পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের একটি সাংগঠনিক সভা হয়। এ আই সি সি জেলা কংগ্রেস সভাপতিদের নিয়ে দিল্লীতে এআইসিসি হেড কোয়াটারে যে সভা হয়েছিল সেই সভার নির্দেশিকা অনুযায়ী জেলা থেকে বুথ পর্যায় পর্যন্ত সংগঠন ঢেলে সাজানোর পরিকল্পনা সবিস্তারে আলোচনা হয়। ওয়াকফ বিল বাতিলের দাবিতে, 'ন্যাশনাল হেরাল্ড' নিয়ে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ কংগ্রেসের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং পশ্চিমবঙ্গে যোগ্য শিক্ষকদের পুনর্বহালের দাবিতে জেলা জুড়ে আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করা হয়। সবাই সভাপতিত্ব করেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি মানস কর মহাপাত্র। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সম্পাদক তাপস মাইতি, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সনৎ বটব্যাল, বারিদ বরন মহান্তি, সাধনকান্তি উত্থাসনী, শিউ মাইতি, গ্রাম প্রধান হুসেনারা বিবি , জেলা কংগ্রেসের অন্যান্য কর্মকর্তাগণ, ব্লক কংগ্রেসের সভাপতিগণ এবং জেলা মাইনোরিটি শেলের চেয়ারম্যান শেখ সফিরুদ্দিন খান, মহিলা কংগ্রেসের সভানেত্রী লিরিকা মুক্তার ও অন্যান্য নেত্রীবর্গ।
No comments