পুকুর থেকে স্থানীয় ব্যক্তির দেহ উদ্ধার!হলদিয়া দূর্গাচক থানার অন্তর্গত, দূর্গাচক নিউ কলোনি পুকুরে একটি মৃতদেহ ভাসতে দেখে এলাকার মানুষ। তারা দূর্গা চক থানায় খবর দেয় । তৎক্ষণাৎ দূর্গা চক থানার পুলিশ এসে পৌঁছায়। বিশেষ সূত্রে…
পুকুর থেকে স্থানীয় ব্যক্তির দেহ উদ্ধার!
হলদিয়া দূর্গাচক থানার অন্তর্গত, দূর্গাচক নিউ কলোনি পুকুরে একটি মৃতদেহ ভাসতে দেখে এলাকার মানুষ। তারা দূর্গা চক থানায় খবর দেয় । তৎক্ষণাৎ দূর্গা চক থানার পুলিশ এসে পৌঁছায়। বিশেষ সূত্রে জানা যায়, নাম বসন্ত প্রধান, বাড়ি দুর্গাচক নিউ কলোনী খালপাড়ে ওয়ার্ড ১১ নং। বিশেষ সূত্রে জানা যায় লোকটি গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। দূর্গাচক থানার অফিসাররা এসেছিলেন নিখোঁজ পরিবারের লোককে ডেকে পাঠায়। পরিবারের লোকেরা মৃত ব্যক্তিকে সনাক্ত করেন। মৃতদেহ উদ্ধার করে ভ্যানে তুলে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। কি করে এই ঘটনা ঘটলো এই নিয়ে তদন্তে নেমেছেন দুর্গাচক থানার পুলিশ।
No comments