Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিলাদের স্বনির্ভর করতে এগিয়ে এলো মহিষাদল রাজপরিবার, পর্যটকদের জন্য খোলা হলো হস্তশিল্পের কাউন্টার

মহিলাদের স্বনির্ভর করতে এগিয়ে এলো মহিষাদল রাজপরিবার, পর্যটকদের জন্য খোলা হলো হস্তশিল্পের কাউন্টার, বার্তা দিলেন রাজ মাতা
রাজ্য সরকার চাইছেন বাংলার মহিলাদের স্বনির্ভর করতে। একাধিক কোম্পানির সিএসআর প্রকল্পের মাধ্যমে তার প্রয়াস জারি …

 



মহিলাদের স্বনির্ভর করতে এগিয়ে এলো মহিষাদল রাজপরিবার, পর্যটকদের জন্য খোলা হলো হস্তশিল্পের কাউন্টার, বার্তা দিলেন রাজ মাতা


রাজ্য সরকার চাইছেন বাংলার মহিলাদের স্বনির্ভর করতে। একাধিক কোম্পানির সিএসআর প্রকল্পের মাধ্যমে তার প্রয়াস জারি রয়েছে। 

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/sAxeKzohlyE


এবার মহিলাদের হাতের কাজ শিখিয়ে স্বনির্ভর করার জন্য এগিয়ে এলো মহিষাদল রাজ পরিবার।এলাকার মহিলাদের প্রশিক্ষণ দিয়ে  তাদের তৈরি জিনিসপত্র পর্যটকদের কাছে তুলে ধরতে রাজবাড়ির সামনে খোলা হলো একটি কাউন্টার। শুক্রবার সেই কাউন্টারের শুভ উদ্বোধন ঘটে।মহিষাদল রাজ পরিবারে উদ্যোগে এইচপিসিএল, রক্ষক ফাউন্ডেশান ও টিসিজি ফাউন্ডেশনের সহায়তায় মহিষাদল রাজবাড়িতে "ঐতিহ্য" নামক হস্তশিল্পের কাউন্টারের উদ্বোধন করলেন মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী, এছাড়াও উপস্থিত ছিলেন, মহিষাদল পঞ্চায়েত সমিতি সভাপতি শিউলি দাস, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সীমা দাস, এইচপিসিএল,রক্ষক ফাউন্ডেশানের আধিকারিক রা। জেলার বিভিন্ন এলাকার পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করতে কচুরিপানা, হোগলা সহ অন্যান্যরা জিনিস দিয়ে ব্যাগ,ঘর সাজানোর জিনিস তৈরির প্রশিক্ষণ ও বিক্রির ব্যবস্থাকরা হয়।এদিন মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী জানান, " রাজ্য সরকার মহিলাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর করার চেস্টা করে চলেছেন। এবার মহিষাদল রাজ পরিবার মহিলাদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন।এতে এলাকার মহিলারা যেমন স্বনির্ভর হবে আধুনিক ঘর সাজানোর জিনিস ও ব্যবহারিক জিনিস পর্যটকদের হাতে তুলে দেওয়া যাবে।"মহিষাদল রাজ পরিবারের সদস্য রাজা হরপ্রসাদ গর্গ এবং উনার স্ত্রী রাজমাতা জানান," আমাদের  দীর্ঘদিনের  স্বপ্ন এলাকার মহিলাদের স্বনির্ভর করার। তাঁর উদ্যোগেই এই প্রয়াস। গত তিনমাস ধরে এলাকার মহিলাদের হস্তশিল্পের কাজ প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষ করে তোলা হয়। তাদের তৈরি জিনিস যাতে রাজ বাড়িতে আগত পর্যটকদের হাতে তুলে দেওয়া যায় তার জন্য এই উদ্যোগ।"রাজ্যের পর্যটন মানচিত্রে মহিষাদল রাজবাড়ি একটি বিশেষ জায়গা করে নিয়েছে।প্রতিনিয়ত বহু পর্যটক রাজবাড়ি পরিদর্শনে আসেন।তাদের হাতে মহিলাদের তৈরি জিনিসপত্র তুলে দিতেই রাজ পরিবারের এই প্রয়াস।

No comments