Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নববর্ষে হলদিয়া নাগরিক সমাজ সম্মাননা ১৪৩২

নববর্ষে হলদিয়া নাগরিক সমাজ সম্মাননা ১৪৩২ .....ঘুরে দাঁড়ানোর এক পদক্ষেপ।"এসো হে বৈশাখ এসো এসো"...................  "নবচেতনার ডাক ১-লা বৈশাখ"  "হলদিয়া নাগরিক সমাজ" এর উদ্যোগে বর্ষবরণের এই দিনটি  বর্…

 



নববর্ষে হলদিয়া নাগরিক সমাজ সম্মাননা ১৪৩২ 

.....ঘুরে দাঁড়ানোর এক পদক্ষেপ।

"এসো হে বৈশাখ এসো এসো"...................  "নবচেতনার ডাক

 ১-লা বৈশাখ"  "হলদিয়া নাগরিক সমাজ" এর উদ্যোগে বর্ষবরণের এই দিনটি  বর্ণাঢ্য শোভা যাত্রার মাধ্যমে উদযাপিত হয়। এই অনুষ্ঠানের মূল আকর্ষণের মধ্যে অন্যতম একটি আকর্ষণ "হলদিয়ার নাগরিক সমাজ সম্মাননা ১৪৩২"। এ বছর এই শিরোপাটি পেলেন শূন্য থেকে শুরু হওয়া একজন উদ্যোগপতি সম্মাননীয় প্রশান্ত মাভই।  অতি সাধারণ বাড়ির ছেলে প্রশান্ত বাবু। হলদিয়া তথা অনেকেই যাকে  "প্রশান্ত হোন্ডা" নামে চেনেন ও জানেন। জন্ম সুতাহাটা আশদতলিয়া গ্রামে অতি সাধারণ বাড়ির এক সন্তান, কর্ম জীবন শুরু হয় একটি গাড়ির গ্যারেজের হেলপার হিসাবে,  তথাকথিত উচ্চ শিক্ষা না থাকলেও মানসিক জেদের বলে আজ তিনি ব্যবসায়িক হিসাবে ভারতবর্ষের "হোন্ডা"  টু-হুইলার মোটরবাইক বিভাগে ভারতবর্ষের তিন নম্বর জায়গা দখল করেছেন। তিনি বর্তমানে ৫০০ জনকে কর্মসংস্থানের মুখ দেখিয়েছেন। কোভিড পিরিয়ডে যখন সবাই লেবার ছাটাই করতে ব্যস্ত উনি সেই সময়ে সমস্ত কর্মচারীদের বেতন সহ ইনক্রিমেন্ট ও দিয়ে গেছেন। এছাড়াও বর্তমানে তিনি নবীন প্রজন্মের কথা ভেবে একটি ক্রিকেট একাডেমি ও   দীঘা- মান্দারমনিতে হোটেল রিসোর্ট এস্টাবলিশমেন্ট এর মাধ্যম দিয়ে তিনি ট্যুরিজমেও প্রবেশ করেছেন। এখন ওনার কোম্পানির নতুন নাম "প্রশান্ত গ্রুপ"

 এমন প্রতিভাবান উদ্যোগপতিকে  "হলদিয়া নাগরিক সমাজ" সাধুবাদ জানায়।  সবাই যখন ধার-অনুদান পলিটিশিয়ানদের তৈল মর্দন করতে ব্যস্ত তখন উনি দৃষ্টান্ত স্থাপন করলেন, এসব বাদ দিয়েও নিজের মানসিক সদিচ্ছা থাকলে শূন্য থেকেও শতকে পৌঁছানো যায়। উনি নবীন প্রজন্মের কাছে আলোর দিশা নবীন প্রজন্মের ব্যবসায়ীদের মুখ হয়ে দাঁড়িয়েেন।  'হলদিয়া নাগরিক সমাজ" এর জুরীরা ( ডাক্তার, শিক্ষক ও প্রধান শিক্ষক, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, সাহিত্যিক, এডভোকেট, পুলিশকর্তা, সাংবাদিক, সমাজকর্মী) মনে করেন এই সমস্ত উদ্যোগপতি দের জন্য আজ হলদিয়া প্রাণবন্ত এবং আগামী দিনেও এই একই ভাবে প্রাণবন্ত থাকবে। একধারে সংস্কৃতি  শিল্প বাণিজ্য অন্যদিকে রুচিবোধ, সমস্ত কিছুর শীর্ষে ওঠে প্রাণবন্ত করতে চায়, ফুলে ফলে ভরাতে চায়, এই সুন্দর হলদিয়া কে পুরনো রূপ আবার ফিরে পেতে চায় আবার নতুন করে পথ দেখাতে চায়। আবার নতুন ভাবে বাঁচতে শেখাতে চায়। এমন উদ্যোগপতি হলদিয়া নাগরিক সমাজ সাধুবাদ জানায়।

No comments