তমলুক শহরের পর দ্বিতীয় শোরুম ব্রজলালচক হাই রোডে কাইনেটিক গ্রীন সমীর অটোমোবাইলস শোরুম উদ্বোধন!
পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের পর দ্বিতীয় শোরুম ব্রজলালচক হাই রোডে কাইনেটিক গ্রীন সমীর অটোমোবাইলস শোরুম উদ্বোধন!ভারতের বাজারে ইলেকট্রি…
তমলুক শহরের পর দ্বিতীয় শোরুম ব্রজলালচক হাই রোডে কাইনেটিক গ্রীন সমীর অটোমোবাইলস শোরুম উদ্বোধন!
পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের পর দ্বিতীয় শোরুম ব্রজলালচক হাই রোডে কাইনেটিক গ্রীন সমীর অটোমোবাইলস শোরুম উদ্বোধন!ভারতের বাজারে ইলেকট্রিক যানবাহন ধীরে ধীরে গতি পাচ্ছে। আর সেই গতিকে আরও উচ্চমাত্রায় নিয়ে যেতে এবার বাজারে এসেছে কাইনেটিক গ্রিনের ইলেকট্রিক মোপেড "E-Luna"( ই- লুনা)।
এক সময় ভারতের বাজারে রাজত্ব করা কাইনেটিক লুনা এখন ইলেকট্রিক অবতারে বাজারে এসেছে যা হবে পরিবেশবান্ধব এবং খরচ সাশ্রয়ী। এবার গ্রাহকদের আকৃষ্ট করতে এক দুর্দান্ত অফার নিয়ে হাজির হয়েছে এই কোম্পানি, যেখানে আপনি মপেট যত খুশি চালাতে পারবেন কিন্তু আবার তারপর সেটা ফেরত দিয়েই পাবেন ছত্রিশ হাজার টাকা ফেরত। কি অবাক লাগছে শুনে। হ্যাঁ ঠিকই বলছি আপনি ঠিকই শুনেছেন। এরকমই অফার ভারতীয় বাজারে প্রথমবার দেখা যাচ্ছে। এই অফারে কি কি সুবিধা মিলবে?
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/g2K-K_QLXWQ
প্রথমত আপনি নিজের ইচ্ছামত দূরত্ব পর্যন্ত এই গাড়ি চালাতে পারবেন। দ্বিতীয়তঃ ৩ বছর পর ফেরত দিলেই গাড়ি মূল্য হিসেবে ৩৬ হাজার টাকা আপনার পকেটে ঢুকবে। ছাড়া কত কিলোমিটার চালালেন তা নিয়েও কোন রকম শর্ত নেই। অর্থাৎ মাইলেজের কোন বাধ্যবাধকতা নেই। তবে এই অফার শুধুমাত্র "ই লুনা" মডেলের জন্যই প্রযোজ্য হবে। দূষণমুক্ত পরিবেশবান্ধব ভারতের বাজারে ইলেকট্রিক যানবাহনের চাহিদা দিনের পর দিন বাড়ছে। তবে অনেকেই এখনো ই ভি কেনার ক্ষেত্রে দ্বিধাবোধ করেন। কারণ ব্যাটারি লাইফ রিসেল ভ্যালু এবং দীর্ঘ মেয়াদী বিনিয়োগ নিয়ে অনেকের মধ্যেই সংশয় থাকে। তবে কাইনেটিক গ্রিনের এই বাইকের অফার সেই সংশয় এবার দূর করে তুলতে পারে। যাতে গ্রাহকরা নিশ্চিন্তে থাকবেন যে তিন বছর পর বাইকটি ভালো পরিমাণে রিটেল ভ্যালু মিলবে। কোথায় যাবে কিনতে আর তমলুকে নয় এবার ভবানীপুর থানার হলদিয়া পঞ্চায়েত সমিতি সামনে সমীর অটোমোবাইলস তাদের শোরুমে পেয়ে যাবেন টোটো এবং বিভিন্ন ডিজাইনের ইলেকট্রিক যানবাহন। কাইনেটিক গ্রীন সমীর অটোমোবাইল শোরুম উদ্বোধন করে সংবাদ মাধ্যম হলদিয়া নিউজ মুখোমুখি হলেন কোম্পানির রিজনাল সেলস ম্যানেজার অরুনেশ ঘোষ ওয়েস্ট বেঙ্গল আসাম নর্থ ইস্ট এবং হলদিয়া ব্রজলালচক সমীর অটোমোবাইলসের কর্ণধার-সমীর হোসেন কি বললেন শুনলে অবাক হবেন। তিনি বলেন আপনার প্রিয় শহর হলদিয়ার প্রবেশদ্বার ব্রজলালচক হলদিয়া বিডিও অফিসের বিপরীতে উদ্বোধন হয়ে গেল কাইনেটিক গ্রীন ইলেকট্রিক ভেহিকল শোরুমের হলদিয়ার ডিলার। সমির অটোমোবাইল নামের ওই ডিলার এর কাছে আপনি খুবই কম দামে পেয়ে যাবেন কাইনেটিক গ্রীন কোম্পানির ই-লুনা, জিং, জিং বি, ফ্লেক্স এবং জুলু মডেল। এছাড়াও সমির অটোমোবাইল হচ্ছে কোমাকি ও অহনা কোম্পানির পূর্ব মেদিনীপুর এর ডিস্ট্রিবিউটর । এখানে আপনি পেয়ে যাবেন জাপানি টেকনোলজিতে নির্মিত কোমাকি কোম্পানির সমস্ত মডেল কোমাকি X1, XR1, MG Pro, CAT 2.0, CAT 3.0 খুবই কম দামে পেয়ে যাবেন। এখানে আপনি অহনা টোটো কোম্পানির সমস্ত মডেল সুলভ মূল্যে পেয়ে যাবেন। আপনাদের সকলকে আমাদের শোরুমে আসার নিমন্ত্রণ জানাচ্ছি ।
No comments