দেভোগ স্মৃতি সংঘ ২৭ তম শ্রী শ্রী বাসন্তী পূজার মহাষষ্ঠী পূর্ণ লগ্নে!হলদিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড দেভোগ দেশবন্ধু স্মৃতি সংঘ ও গ্রামবাসীদের উদ্যোগে ২৭তম বার্ষিক শ্রীশ্রী মা বাসন্তী পূজার আরাধনায় মেতেছেন। চতুর্থী যুক্ত পঞ্চমীর…
দেভোগ স্মৃতি সংঘ ২৭ তম শ্রী শ্রী বাসন্তী পূজার মহাষষ্ঠী পূর্ণ লগ্নে!
হলদিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড দেভোগ দেশবন্ধু স্মৃতি সংঘ ও গ্রামবাসীদের উদ্যোগে ২৭তম বার্ষিক শ্রীশ্রী মা বাসন্তী পূজার আরাধনায় মেতেছেন। চতুর্থী যুক্ত পঞ্চমীর পুণ্য লগ্নে মন্দিরে দ্বারদ উদঘাটন এবং মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া বিশিষ্ট সমাজসেবী মিলন মন্ডল। আজ মহাষষ্ঠী পুণ্য লগ্নে সকাল থেকে ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান গ্রামবাসীদের সুস্থ রাখতে স্বাস্থ্য পরীক্ষা সুস্থ-সংস্কৃতির পক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান । সংগীত পরিবেশন করেন সারদা কয়ার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন পুজো ক্লাব কমিটির সম্পাদক ত্রিদিব দাস ও গ্রামবাসী ও পুজো কমিটি সদস্যবৃন্দ। ক্লাব সম্পাদক দেবদাস তিনি বলেন আগামী সপ্তমী পণ্য লাগ্নে মূল পূজা মন্ডপে মায়ের পূজা অর্চনা শুরু হবে এবং তারই সাথে রক্তদান শিবির সন্ধ্যায় শিউলি দাস সম্প্রদায়ের বাউল অনুষ্ঠান এবং মহা ভোগ নরনারায়ন সেবা । সকলকে পূজা মন্ডপে আসার জন্য আহ্বান করলেন।
No comments