Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্কুলের বুক ব্যাংকের উদ্যোগে পাঠ্য পুস্তক বিতরণ!

স্কুলের বুক ব্যাংকের উদ্যোগে পাঠ্য পুস্তক বিতরণ!

     হলদিয়ার প্রত্যন্ত গ্রামে অবস্হিত জয়নগর হাই স্কুলে 'বুক ব্যাঙ্ক'-এর উদ্যোগে ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ  ও শিল্প সংস্হার আর্থিক সহযোগীতায় অনুষ্ঠিত হল দুঃস্হ ও মেধাবী ছাত্…

 




স্কুলের বুক ব্যাংকের উদ্যোগে পাঠ্য পুস্তক বিতরণ!



     হলদিয়ার প্রত্যন্ত গ্রামে অবস্হিত জয়নগর হাই স্কুলে 'বুক ব্যাঙ্ক'-এর উদ্যোগে ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ  ও শিল্প সংস্হার আর্থিক সহযোগীতায় অনুষ্ঠিত হল দুঃস্হ ও মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বই বিতরণী অনুষ্ঠান৷ একাদশ ও দ্বাদশ শ্রেণীর মোট ১০৫ জন ছাত্রছাত্রীর হাতে মাত্র দশ শতাংশ মূল্যে তুলে দেওয়া হয় পাঠ্য পুস্তক৷দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ৫১০০/ টাকার পাঠ্য পুস্তক মাত্র ৫১০ টাকায় পেয়ে ভীষণ খুশি জয়নগর হাই স্কুলের ছাত্রী তাঞ্জিলা খাতুন ও বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয়ের ছাত্রী অয়মিকা জানার মত অনেকে৷বুক ব্যাঙ্কের  কর্ণধার কানাই মহন্তের কথায়,"এই ধরনের ভাল কাজ করার মজাই আলাদা৷ এভাবে দুঃস্হ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে পেরে ভীষণ গর্বিত আমি৷"

    যাদের আর্থিক আনুকূল্যে এই অনুষ্ঠান  তারা হলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুসময় দাস,দেবাশিষ গুছাইত (প্রবাসী),ছাত্রী মিনতি জানা ও হলদিয়া এনার্জি লিমিটেড ৷ প্রাক্তন ছাত্রছিত্রীরা এভাবে অনুষ্ঠানে উপস্হিত থেকে সরাসরি দুঃস্হ ছিত্রছাত্রীদের হাতে বই তুলে দিতে পেরে গর্বিত৷ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিখিল চন্দ্র সাহু,শিক্ষক কালোবরণ দাস,শুভাশিস কর ,উৎপল নায়ক প্রমুখ৷

No comments