Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্যে ১৯০ টি ভূমি অধিকারী বদলি? নবান্নের সিদ্ধান্তে কার্যকর জোর আলোচনা রাজ্য প্রশাসনের!

রাজ্যে ১৯০ টি ভূমি অধিকারী বদলি? নবান্নের সিদ্ধান্তে কার্যকর জোর আলোচনা রাজ্য প্রশাসনের!বিধানসভা ভোটের আগে রাজ্য প্রশাসন ভূমি দপ্তরের কাজে গতি আনার পাশাপাশি স্বচ্ছতা বজায় রাখার পক্ষপাতী, তাই গত এক বছর ধরে আধিকারিকদের কাজ কর্মের …

 



রাজ্যে ১৯০ টি ভূমি অধিকারী বদলি? নবান্নের সিদ্ধান্তে কার্যকর জোর আলোচনা রাজ্য প্রশাসনের!

বিধানসভা ভোটের আগে রাজ্য প্রশাসন ভূমি দপ্তরের কাজে গতি আনার পাশাপাশি স্বচ্ছতা বজায় রাখার পক্ষপাতী, তাই গত এক বছর ধরে আধিকারিকদের কাজ কর্মের উপর পর্যবেক্ষণ করেই ধাপে ধাপেই বদলি করা হচ্ছে।

নবান্নের নির্দেশে ফের বড়সড় রদবদল রাজ্য প্রশাসনে এক ঝটকায় রাজ্যের বিভিন্ন জেলায় ভূমি দপ্তরের ১৯০ জন আধিকারিককে বদলি করা হচ্ছে বদলির তালিকায় রয়েছেন ব্লগ ল্যান্ড এন্ড রিভিউ অফিসার ২, জয়েন্ট ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং ডেপুটি ডিরেক্টর পদে থাকা একাধিক গুরুত্বপূর্ণ আধিকারিক। বদলি করা হয়েছে একাধিক ল্যান্ড অ্যাকুইজিশন অফিসারকেও আচমকা এই রদবদলের ঘটনা জল্পনা ছড়িয়েছে প্রশাসনিক মহলে। এই নিয়ে গত এক বছরে ভূমি দপ্তরের প্রায় এক হাজার আধিকারিককে বদলি করল নবান্ন। কয়েক মাস আগেই প্রায় 800 জন রাজস্ব আধিকারিক join director ও অন্যান্য আধিকারিককে বদলে নির্দেশ জারি হয়েছিল। এবারও একইভাবে বদলি করা হলো আরো ১৯০ জনকে।

নবান্ন সূত্রে খবর বদলির এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে একাধিক প্রশাসনিক কারণ তবে রাজ্য প্রশাসনের এক আধিকারিক বলছেন শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে বেশ কিছু আধিকারিককে দূরবর্তী এলাকায় পাঠানো হয়েছে। আবার কোথাও কোথাও প্রশাসনিক দক্ষতা এবং কাজের গতি আনতেই বদলি করা হয়েছে আধিকারিকদের। কিছু ব্লকে অতিরিক্ত আধিকারিক এর প্রয়োজন ছিল অথচ সেখানে কর্মী সংখ্যা কম ছিল এই বদলির মাধ্যমে বহু জেলায় শূন্য থাকা পথ পূরণ করা সম্ভব হয়েছে, কিছু ব্লকে আবার প্রয়োজনে তুলনায় অনেক বেশি আধিকারিক কর্মরত ছিলেন। প্রশাসনিক মহলের খবর অনেক আধিকারিক তিন বছরের বেশি সময় ধরে একই জায়গায় কর্মরত ছিলেন। প্রশাসনিক মহলের খবর অনেক আধিকারিক তিন বছরের বেশি সময় ধরে একই জায়গায় কর্মরত ছিলেন সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর বদলি হওয়া বাধ্যতামূলক সেই নীতি এবার কঠোরভাবে কার্যকর করছে নবান্ন এছাড়াও কয়েকজন আধিকারিক কে স্বাস্থ্যগত কারণেই প্রয়োজন অনুযায়ী জায়গা বদল করে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ভাঙড় -২ উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর, ১ ও ২ সন্দেশখালি -২, হাওড়া -২, বসিরহাট ১ ,হাওড়া পাঁচলা, পূর্ব বর্ধমানের মঙ্গলকোট, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ১ এবং জলপাইগুড়ি মালবাজার সহ রাজ্যের একাধিক ব্লকে ব্লকের বি এল আর ও বদলি করা হচ্ছে। বারবার এই ধরনের সিদ্ধান্তের ফলে প্রশাসনিক পরিকাঠামোর গতি আনার পাশাপাশি দপ্তরের স্বচ্ছতা ও কার্যকারিতা বজায় রাখতেই উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার । ২৬ শে বিধানসভা ভোটের আগে রাজ্য প্রশাসন ভূমি দপ্তরের কাজে গতি আনার পাশাপাশি স্বচ্ছতা বজায় রাখার পক্ষপাতি তাই গত এক বছর ধরে আধিকারিকদের কাজকর্মের উপর পর্যবেক্ষণ করেই ধাপে ধাপে এই বদলি করা হয়েছে।

No comments