Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ধর্ম শুধু প্রচারে হয় না হৃদয় রাখতে হয়- মুখ্যমন্ত্রী

ধর্ম শুধু প্রচারে হয় না হৃদয় রাখতে হয়- মুখ্যমন্ত্রীদীঘা জগন্নাথ মন্দিরের পূর্ণাহুতি মুখ্যমন্ত্রী, বুধবারে অনুষ্ঠানসূচি জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম শুধু প্রচারে হয় না হৃদয় রাখতে হয়।মহাযজ্ঞের সময় কাসর বাজান মূখ্যম…

 


ধর্ম শুধু প্রচারে হয় না হৃদয় রাখতে হয়- মুখ্যমন্ত্রী

দীঘা জগন্নাথ মন্দিরের পূর্ণাহুতি মুখ্যমন্ত্রী, বুধবারে অনুষ্ঠানসূচি জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম শুধু প্রচারে হয় না হৃদয় রাখতে হয়।

মহাযজ্ঞের সময় কাসর বাজান মূখ্যমন্ত্রী। তার পাশাপাশি শঙ্কর ধ্বনিও দেন মহাযজ্ঞের সময় মুখ্যমন্ত্রীর পাশে রয়েছেন তৃণমূলের সাত্য ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা মমতার ভ্রাতৃবধু লতা বন্দ্যোপাধ্যায়।  দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন আর কয়েক ঘণ্টার অপেক্ষা । শুরু হয়েছে মহাযজ্ঞ সেখানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। কলিঙ্গ শৈলীতে তৈরি জগন্নাথ দেবের মন্দিরটি পুরীর মন্দিরের আদলে তৈরি। বুধবার অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন। সেই উপলক্ষে সোমবার থেকে মুখ্যমন্ত্রী রয়েছেন পূর্ব মেদিনীপুর সৈকত নগরীতে। মঙ্গলবার দুপুরে তিনি যোগদান মহাযজ্ঞে পুরো নাতির পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সমস্ত ধর্ম বর্ণের  মানুষ এসেছেন এখানে। প্রত্যেকেই আমাদের অতিথি। ধর্ম কখনো মুখে প্রচার করে হয় না ধর্মের হৃদয় ছুঁয়ে যাওয়া জিনিস। মা মাটি মানুষ ভালো থাকলে আমি ভালো থাকবো। তাই সকলের হয়ে প্রার্থনা করছি। মুখ্যমন্ত্রী জানান বুধবার বেলা আড়াইটে থেকে অনুষ্ঠান শুরু হবে, তিনটের সময় দারুন উদঘাটন রয়েছে তারপর পাঁচ মিনিটের জন্য মন্দির খুলে দেওয়া হবে তারপরে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। 

মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছে তৃণমূলের একঝাক নেতা সাংসদ বিধায়ক। রয়েছেন তৃণমূলের তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় থেকে জুন মালিয়া বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রমূখ। মূল মহাযঞ্জ মঞ্চের অদূরেই মঞ্চে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দোপাধ্যায় কেও। টলিউডের নামই প্রযোজক শ্রীকান্ত মোহাতা, গায়ক নচিকেতা চক্রবর্তী, অভিনেতা ও চিত্র পরিচালক অরিন্দম শীল, দেবলীনা কুমার শিল্পপতি রুদ্র চট্টোপাধ্যায় প্রমুখকে  দেখা গিয়েছে মন্দিরের কাছাকাছি তৈরি মঞ্চে। মমতা বলেন বুধবার অনুষ্ঠান আছে সেজন্য অদিতি মুন্সি গায়িকা বিধায়ক এসেছেন ডোনা গাঙ্গুলি, জিৎ গাঙ্গুলী এসেছে দেব রচনা দেবলীনা সকলেই এসেছে। 

যজ্ঞের সময় মুখ্যমন্ত্রীর পাশে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা মমতার ভাতৃ বধুর লতা বন্দোপাধ্যায় বিকেলে পুরনোভুতির পরে পুরোহিতদের হাতে শরবতের গ্লাস তুলে দেন মুখ্যমন্ত্রী। মন্দির উদ্বোধনের বহু আগে থেকেই তৃণমূল শীর্ষ নেতৃত্ব জেলা সভাধিপতিদের  নির্দেশ দিয়েছিলেন। বড় এলইডি স্কিনে সমস্ত জেলার প্রতিটি প্রান্তে জগন্নাথ মন্দিরের উদ্বোধন দেখানোর বন্দোবস্ত করতে হবে জেলাভিত্তিক সেই কাজ শুরু করেছিলেন তৃণমূলের জেলা সভাপতিরা কিন্তু সাম্প্রতিক নির্দেশে বলা হয়েছে শুধু বড় এলইডি স্কিন লাগিয়ে জগন্নাথ মন্দির উদ্বোধনের অনুষ্ঠান সম্প্রচার করলেই হবে না সেখানে যাতে এলাকার জনগণ যোগ দিতে পারে সে ব্যবস্থাও করতে হবে। সঙ্গে আয়োজন করতে হবে জগন্নাথ দেবের ভোগ বিতরণেরও। প্রয়োজনের দিঘার মন্দির উদ্বোধনের পরে সাধারণ মানুষকে যাতে একসঙ্গে বসিয়ে ভোগ খাওয়ানো যায় তেমন ব্যবস্থা রাখতে হবে। 

সোমবার দীঘা পদার্পণ করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন বহু প্রতীক্ষার অবসান  ঘুটতে চলেছে। বহু প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে বস্তুত ২০১৮ সালে পূর্ব মেদিনীপুর সফরে গিয়ে দীঘা জগন্নাথ মন্দির তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কোভিড পূর্বের মন্দির তৈরীর কাজ বন্ধ ছিল তবে পরের দ্রুতগতিতে তৈরি হয়েছে সম্পপুরা আদলে মন্দির। রাজস্থান থেকে অন্তত ৮০০ কারিগর আনা হয়েছিল। কারিগরদের অনেকেই আবার অযোধ্যা রাম মন্দির নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন। মূল মন্দিরে থাকছে ভোগ মন্ডল নাট মন্দির জগমোহন এবং গর্ভগৃহ। আর নাট মন্দিরটি দাঁড়িয়ে আছে ১৬ টি স্তম্ভের উপরে। সিংহাসনে থাকবে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি।

No comments