কাঁথিতে সনাতনী হিন্দু সম্মেলনে কি বললেন শুভেন্দু
আজ অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। ঠিক এই দিনই কাঁথির রেল স্টেশন সংলগ্ন ময়দানে সনাতনী ধর্ম সম্মেলন আয়োজন করেছে। কলকাতা হাই কোর্টের অনুমতি নিয়ে সর্বোচ্চ ৩০০০ জমায়…
কাঁথিতে সনাতনী হিন্দু সম্মেলনে কি বললেন শুভেন্দু
আজ অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। ঠিক এই দিনই কাঁথির রেল স্টেশন সংলগ্ন ময়দানে সনাতনী ধর্ম সম্মেলন আয়োজন করেছে। কলকাতা হাই কোর্টের অনুমতি নিয়ে সর্বোচ্চ ৩০০০ জমায়েত করার অনুমতি নিয়েই এই সম্মেলন। যদিও এই কর্মসূচির
পুলিশ অনুমতি না দেওয়ায় সমস্যায় পড়েছিল এই সংগঠন।
মঙ্গলবারই এই নিয়ে চূড়ান্ত শুনানি পর্বতে শর্ত সাপেক্ষ অনুমতি দেয় আদালত। কাঁথির সনাতনী সম্মেলন প্রস্তুতি তুঙ্গে। কাঁথি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড এর রেল স্টেশন সংলগ্ন ব্যাক্তি মালিকানা জায়গায় এই আয়োজন। সুবিশাল এলাকায় প্রস্তুতি শেষ। এসেছে বিশাল বিশাল টেন্ড করা হয়েছে বড় মঞ্চ ও। সারা এলাকা জুড়েই বাঁধা হয়েছে মাইক। করা হয়েছে সুবিশাল হোম কুন্ডু ও। থাকবেন পাঁচশো বেশি সাধু সন্ত, পুরীর দৈত্যপতি, কাঁথির সাংসদ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিসিস্টরা।
No comments