শ্রমিক-বিক্ষোভের জেরে উত্তাল হলদিয়া? কটাক্ষ করেছেন বিএমএস ও সিপিআইএম!
শ্রমিক বিক্ষোভের যে উত্তাল হয়েছে হলদিয়া এক্সাইড ব্যাটারি কারখানা চত্বর। সূত্রে জানা যায় একজন স্থায়ী শ্রমিক বুবাই মান্নাকে শোকজ করে কর্তৃপক্ষ। তারই প্রতিবাদ…
শ্রমিক-বিক্ষোভের জেরে উত্তাল হলদিয়া? কটাক্ষ করেছেন বিএমএস ও সিপিআইএম!
শ্রমিক বিক্ষোভের যে উত্তাল হয়েছে হলদিয়া এক্সাইড ব্যাটারি কারখানা চত্বর। সূত্রে জানা যায় একজন স্থায়ী শ্রমিক বুবাই মান্নাকে শোকজ করে কর্তৃপক্ষ। তারই প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য শ্রমিকরা। মঙ্গলবার দুপুর থেকে এই ঘটনার প্রতিবাদী কর্মবিরতির ডাক দেন শ্রমিক কর্মচারীরা। ২০০ জন শ্রমিক কর্মচারী কর্মস্থল থেকে বেরিয়ে এসে গেটে ধারনায় অবরোধ শুরু করেন। গভীর রাত পর্যন্ত চলে বিক্ষোভ। এক্সাইড কারখানার কর্তৃপক্ষের একাংশের বিরুদ্ধে স্লোগান দিতেও থাকেন শ্রমিক কর্মচারীরা। নিন্দা প্রকাশ করেছেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী এবং সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলী সদস্য পরিতোষ মান্না।
No comments