জেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান
আজ ১৫ এপ্রিল ২০২৫ তথা ১লা বৈশাখ ১৪৩২ তারিখে পূর্ব মেদিনীপুর জেলায় শুভ নববর্ষ বরণ উপলক্ষে কাপাসএড়্যা অডিটোরিয়াম, মহিষাদল -এ বিভাগীয় নির্দেশ অনুসারে অনুষ্ঠিত হল "বাংলা দিবস"। উ…
জেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান
আজ ১৫ এপ্রিল ২০২৫ তথা ১লা বৈশাখ ১৪৩২ তারিখে পূর্ব মেদিনীপুর জেলায় শুভ নববর্ষ বরণ উপলক্ষে কাপাসএড়্যা অডিটোরিয়াম, মহিষাদল -এ বিভাগীয় নির্দেশ অনুসারে অনুষ্ঠিত হল "বাংলা দিবস"। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী তিলক কুমার চক্রবর্তী, বিধায়ক, মহিষাদল বিধানসভা অধিক্ষেত্র; শ্রী সৌমেন কুমার মহাপাত্র, বিধায়ক, তমলুক বিধানসভা অধিক্ষেত্র; শ্রী সুকুমার দে, বিধায়ক, নন্দকুমার বিধানসভা অধিক্ষেত্র; শ্রী শৌভিক চট্টোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ), পূর্ব মেদিনীপুর; শ্রীমতি সুহাসিনী কর, সহকারী সভাধিপতি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ; শ্রীমতি অপর্ণা ভট্টাচার্য, কর্মাধ্যক্ষ, শিক্ষা, সংস্কৃতি, তথ্য ও ক্রীড়া স্থায়ী সমিতি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ; সভাপতি, মহিষাদল পঞ্চায়েত সমিতি; সমষ্টি উন্নয়ন আধিকারিক, মহিষাদল ব্লক সহ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের অন্যান্য চারজন কর্মাধ্যক্ষ; পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মেন্টর; পাঁশকুড়া পৌরসভার চেয়ারপার্শন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
No comments