নতুন বছর :বিশ্বনাথ মান্না বুড়ো বছর গতর নিয়ে চললো কাশী ধামে,নতুন বছর গড়র গড়র দুয়ারে এসে থামে।
হাঁক মারে দ্বারে - দ্বারে কি নেবে গো ভাই,কার কী ইচ্ছে বলো পূরণ করে যাই।
ইচ্ছে বলে পুঁচকে ছেলে তুই আবার কে টা?বুড়োটা হাড় কেপ্পন ছিলো…
নতুন বছর :বিশ্বনাথ মান্না
বুড়ো বছর গতর নিয়ে
চললো কাশী ধামে,
নতুন বছর গড়র গড়র
দুয়ারে এসে থামে।
হাঁক মারে দ্বারে - দ্বারে
কি নেবে গো ভাই,
কার কী ইচ্ছে বলো
পূরণ করে যাই।
ইচ্ছে বলে পুঁচকে ছেলে
তুই আবার কে টা?
বুড়োটা হাড় কেপ্পন ছিলো
তুইতো তার ব্যাটা।
পুঁচকে শুনে বললো হেঁকে
ভুল বোঝোনা মোরে,
সুখ- দুঃখ হাসি - কান্না
থাকে সবার ঘরে।
থাকলে সয়ে এসব নিয়ে
মুখে সদাই হাসি,
দেখবে তুমি ভালো আছো
খুশি রাশি -রাশি ।
No comments