নববর্ষের হলদি নদীর ধারে বৈশাখী আড্ডা!হলদি নদীকে সাক্ষী রেখে হলদিয়ার টাউনশিপে বাংলা নতুন বছরের প্রথম দিনে পঞ্চম বর্ষে বৈশাখী আড্ডায় মাতলেন কবি-শিল্পীরা। বৈশাখী আড্ডা এবারে পঞ্চম বর্ষে পদার্পণ করল। এই আড্ডার উদ্যোক্তা ছিলেন সাংব…
নববর্ষের হলদি নদীর ধারে বৈশাখী আড্ডা!
হলদি নদীকে সাক্ষী রেখে হলদিয়ার টাউনশিপে বাংলা নতুন বছরের প্রথম দিনে পঞ্চম বর্ষে বৈশাখী আড্ডায় মাতলেন কবি-শিল্পীরা। বৈশাখী আড্ডা এবারে পঞ্চম বর্ষে পদার্পণ করল। এই আড্ডার উদ্যোক্তা ছিলেন সাংবাদিক শ্যামল সেন, বিজ্ঞান কর্মী শিক্ষিকা সুচিস্মিতা মিশ্র। তাদের উদ্যোগে এই বৈশাখী আড্ডা শুরু হয়েছিল ১৪২৮ সালে। বাংলা বছর শুরুর ইতিহাস,বর্ষবরণের বর্ণময়তা গল্পে,গানে, আলোচনায় উঠে আসে।নির্ভেজাল আড্ডার অধিকাংশ সময় ছিল গান আর কবিতায় মোড়া।ভাগিরথী মণ্ডলের কীর্তন এবং লোকগানে অনুষ্ঠান জমে ওঠে।ঝর্ণা মান্না, দিলীপ গুছাইত স্বর তরঙ্গ শিল্পী বৃন্দ, কিছু কথা ও গান পরিবেশন করেন ডঃ স্পর্শিতা পন্ডা শেঠ, ছিলেন বৈজ্ঞানিক ডঃ অনির্বান দাস, আবৃত্তি পরিবেশন করেন সুজাতা বেরা, নিমাই মাইতি,শ্রোতাদের মুগ্ধ করে।কবিতা পাঠ করেন পম্পা মণ্ডল ও সুচিস্মিতা মিশ্র। নববর্ষের বেড়ানোর ছোট গল্প পরিবেশন করেন কবি আসিস মিশ্র।
বিজ্ঞাপন
শৈশবে নববর্ষ বরণের অভিজ্ঞতা এবং চৈত্রের গাজন দেখার অনুভূতি স্মৃতিচারণ করেন তাপস পাত্র।নববর্ষ নিয়ে আলোচনা, সেতার ও মাউথ অর্গান এছাড়াও নৃত্য অনুষ্ঠানে পৃথক মাত্রা আনে।সঞ্চালনা করেন বিজ্ঞানকর্মী শুচিস্মিতা মিশ্র।
No comments