ঝাড়গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক কলেজের প্রাক্তনীদের,আইসিভিপি হলদিয়া এলামনি এসোসিয়েশনের উদ্যোগে হলদিয়া টাউনশিপ রিফাইনারি ক্লাবে রক্তদান শিবির !
থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য তীব্র গরমে রক্তের যোগান জোগাতে সকা…
ঝাড়গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক কলেজের প্রাক্তনীদের,আইসিভিপি হলদিয়া এলামনি এসোসিয়েশনের উদ্যোগে হলদিয়া টাউনশিপ রিফাইনারি ক্লাবে রক্তদান শিবির !
থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য তীব্র গরমে রক্তের যোগান জোগাতে সকাল থেকে হলদিয়া রিফাইনারি এমপ্লয়িজ ক্লাবে রক্তদান উৎসব অনুষ্ঠিত হয়।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/dYphh9SS338
ঝাড়গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক কলেজের প্রাপ্তনীদের সহযোগিতায় ২৭ এপ্রিল রবিবার আইসিভিপি হলদিয়া এলামনি এসোসিয়েশনের উদ্যোগে হলদিয়া টাউনশিপ রিফাইনারি ক্লাবে প্রায় ১০০ জনের টার্গেট নিয়ে রক্তদান শিবির শুরু হয় পুরুষ মহিলা রক্তদান উৎসবে যুক্ত হন । মোট ৭০ জন রক্ত দান করেন তার মধ্যে ১৭ জন মহিলা ছিলেন। আইসিভিপি হলদিয়া যে সকল সদস্যরা রয়েছেন তাদের পরিবারের সদস্যদের নিয়ে সন্ধ্যায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যাসাগর ইউনিভার্সিটির অনেক পড়ুয়া রয়েছেন সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। সেই সকল পড়ুয়ারা একত্রিত হয়ে বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রত্যকে একত্রিত হওয়া এবং তাদের প্রত্যেক পরিবারের সকল সদস্যদের নিয়ে মিলন উৎসবে যোগদান। আজকে রক্তদান শিবিরে চোখে পড়ার মতো বিভিন্ন অফিসার, আধিকারিকরা রক্ত দিলেন তার মধ্যে অন্যতম হলদিয়ার ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট কর্মরত অফিসার ননীগোপাল মণ্ডল ২৫ তম রক্তদান করলেন। জানা যায় বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিভিন্ন ছাত্ররা হলদিয়ার বিভিন্ন অফিসে যারা কাজ করেন কলেজের ২০০ জন প্রাক্তনী। সেই সকল প্রাক্তন ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে আজকের এই রক্তদান শিবির এবং তাদের পরিবারের সকল সদস্যদের নিয়ে বাৎসরিক সাংস্কৃতিক উৎসবে মাতলেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন সংগঠনের সভাপতি ননীগোপাল মণ্ডল সম্পাদক সুবল হাঁসদা, এবং কোষাধক্ষ্য জন্মেজ্ঞয় মান্না ।
No comments