শ্রীক্ষেত্র দীঘা জগন্নাথ ধাম উদ্বোধনের আগে খুঁটিনাটি জেনে নেয়া যাক সম্পরা ঘরণায় রাজস্থানের গোলাপী বেলে পাথর দিয়ে তৈরি মন্দির। এই মন্দির নির্মাণের জন্য রাজস্থানের 800 জন কারিগর নিযুক্ত ছিলেন। দীঘা জগন্নাথ মন্দিরের প্রবেশের চারট…
শ্রীক্ষেত্র দীঘা জগন্নাথ ধাম উদ্বোধনের আগে খুঁটিনাটি জেনে নেয়া যাক
সম্পরা ঘরণায় রাজস্থানের গোলাপী বেলে পাথর দিয়ে তৈরি মন্দির। এই মন্দির নির্মাণের জন্য রাজস্থানের 800 জন কারিগর নিযুক্ত ছিলেন। দীঘা জগন্নাথ মন্দিরের প্রবেশের চারটি মোট দরজা রয়েছে। সিংহদ্বারে কালো রঙের ৩৪ ফুট লম্বা ১৮ মুখী অরুণস্তম্ভ। সিংহদ্বারের বিপরীতে ব্যার্ঘদ্বার, উত্তরই হস্তিদ্বার, দক্ষিনে অশ্বদার, সিংহদ্বারে ঢুকলে দেখা যাবে জগন্নাথের বিগ্রহ। মন্দিরের তিনটি দীপস্তম্ভ, ভোগ মন্ডপে চারটি দরজা। ১৬ টি স্তম্ভের উপর তৈরি নাট মন্দির। নাট মন্দিরের পর চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে জগমোহন। জগমোহনের পরে গর্ভগৃহ বা মূল মন্দিরের সিংহাসনে নিম কাঠের তৈরি জগন্নাথ বলরাম ও সুভদ্রা। ভোগ মন্ডপ ও নাট মন্দিরের মাঝে গরুড় স্তম্ভ। নাট মন্দিরের দেওয়ালে কালো পাথরের তৈরি দশাবতার। জগন্নাথের ভোগ রান্নার জন্য আলাদা ভোগশালা।
No comments