Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৩২ হাজার চাকরি বাতিল, শুনানি ৭ ই মে

প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল, শুনানি ৭ ই মে
প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি শুরু হবে ৭ মে। সোমবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। প্রাথমিকে ৩২ …

 



প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল, শুনানি ৭ ই মে


প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি শুরু হবে ৭ মে। সোমবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। 

প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি শুরু হবে ৭ মে। সোমবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। আদালত জানিয়েছে, এই মামলায় সমস্ত পক্ষের সওয়াল দীর্ঘ থেকে দীর্ঘতর হতে পারে। কিন্তু মামলায় আদালত এত সময় দেবে না। একই ইস্যু নিয়ে যাদের বক্তব্য থাকবে তাঁরা একজন আইনজীবীর নেতৃত্বে তাঁদের বক্তব্য পেশ করবেন। এর আগে, গত ৭ এপ্রিল এই মামলার শুনানি ছিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। কিন্তু বিচারপতি সেন এই মামলা থেকে সরে দাঁড়ানোয় শুনানি স্থগিত হয়ে যায়। পরে প্রধান বিচারপতির নির্দেশক্রমে মামলাটি আসে বিচারপতি চক্রবর্তী ডিভিশন বেঞ্চে। ২০১৪ সালের প্রাথমিক টেটে উত্তীর্ণ হন প্রায় ১ লক্ষ ২৫ হাজার প্রার্থী। পর্ষদ ২০১৬ সাল থেকে তাঁদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে। চাকরি দেওয়া হয় ৪২ হাজার ৯৪৯ জনকে। কিন্তু ওই নিয়োগে একাধিক ‘ত্রুটি’র অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা হয়। সেই মামলার প্রেক্ষিতেই হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশিক্ষণহীন ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন। ওই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য। সেই মামলার শুনানি শুরু হবে ৭ মে।


No comments