কুকড়াহাটি সেবা দলের পক্ষ থেকে পূর্ণর্থীদের জলযোগ!২৫২ তম বর্ষে শ্রী শ্রী ৺গঙ্গেশ্বর জীউর মেলা উদ্বোধন হয়েছে বঠিছাপ, নীল, চরক অর্থাৎ অক্ষয় তৃতীয়া মূলত তিন দিন এই মেলা বসে থাকে সরকারিভাবে। কিন্তু এই মেলা চলে প্রায় ১০ দিন ধরে। ন…
কুকড়াহাটি সেবা দলের পক্ষ থেকে পূর্ণর্থীদের জলযোগ!
২৫২ তম বর্ষে শ্রী শ্রী ৺গঙ্গেশ্বর জীউর মেলা উদ্বোধন হয়েছে বঠিছাপ, নীল, চরক অর্থাৎ অক্ষয় তৃতীয়া মূলত তিন দিন এই মেলা বসে থাকে সরকারিভাবে। কিন্তু এই মেলা চলে প্রায় ১০ দিন ধরে। নীলের দিন ব্রতী হয়ে ব্রত পালন করেন বহু মানুষ নীলের দিন শ্রীশ্রী ৺গঙ্গেশ্বর জীউর মাথায় পবিত্র গঙ্গাজল ডাবের জল এবং দুধ ঢালার রীতি রয়েছে।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/rgnoLEAli7s
সেই অনুযায়ী বহু ভক্ত দূর-দূরান্ত থেকে পবিত্র গঙ্গাজল আয়ণের জন্য বেরিয়ে পড়েন । শিল্প শহর হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন নদ নদী থেকে এই পবিত্র গঙ্গাজল তুলে আনেন বিশেষ করে কুকড়াহাটি হুগলি নদী এবং টাউনশিপ হলদি নদী থেকে এই পবিত্র গঙ্গাজল। পবিত্র গঙ্গাজল আনান করে নিয়ে আসে শ্রী শ্রী গঙ্গেশ্বর জিউর মাথায় ঢালার জন্য। রাস্তা বিভিন্ন জায়গার বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠার রাস্তায় সেই সকল ভক্তদের জন্য জল বাতাসা ফল জলযোগের ব্যবস্থা করে থাকেন। কুকড়াহাটি হুগলি নদীর জল আনার জন্য প্রায় আট থেকে দশ হাজার মানুষ যান পবিত্র গঙ্গাজল নিয়ে আসার জন্য। সেই সকল পুর্ণাথীদের সেবা করার জন্য কুকড়াহাটি এলাকার সেবা দলের পক্ষ থেকে তাদের জলযোগের ব্যবস্থা করা হয়। জানা যায় প্রায় ২ কুইন্টাল ময়দার লুচি ২০০ কেজি শসা ২০০ কেজি তরমুজ কুড়ি কিলো ছোলা ১০০ কেজি মিষ্টান্ন আজকের প্রায় দশ হাজার পূর্ণার্থীদের সেবা করার জন্য কুকড়াহাটি সেবা দলের পক্ষ থেকে আয়োজন করা হয়। বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে সকল পূর্ণর্থীদের হাতে খাওয়ার তুলে দেওয়া হয়। যত রাত্রি গভীর হচ্ছে ততই পূর্ণাথী পবিত্র গঙ্গাজল আনায়নের জন্য কুকড়াহাটি হুগলি নদীতে পৌঁছাচ্ছেন কুকড়াহাটি সেবা দল সকল সদস্য সদস্যরা রয়েছেন সেই সকল ভক্তদের হাতে খাওয়ার তুলে দেওয়ার জন্য।
No comments