Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

NSS ইউনিটের" উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা কর্মসূচী!

NSS ইউনিটের" উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা কর্মসূচী!
বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের NSS ইউনিটের" উদ্যোগে নিউট্রিশান বিভাগের সহায়তায় আজ বরদা ২নং প্রাথমিক বিদ্যালয়ে একটি স্বাস্থ্য সচেতনতা কর্মসূচী অনুষ্ঠিত হল। এই কর্মসূচীতে …

 



   NSS ইউনিটের" উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা কর্মসূচী!


বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের NSS ইউনিটের" উদ্যোগে নিউট্রিশান বিভাগের সহায়তায় আজ বরদা ২নং প্রাথমিক বিদ্যালয়ে একটি স্বাস্থ্য সচেতনতা কর্মসূচী অনুষ্ঠিত হল। এই কর্মসূচীতে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উচ্চতা এবং ওজন পরিমাপ করা হয়। এবং সেইসঙ্গে স্বাস্থ্য সচেতনতা, খাদ্যাভাস ইত্যাদি বিষয়ে আলোচনাসভার আয়োজন করা হয় ।আলোচনা-সভায় উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ  ডঃ মানবেন্দ্র সাহু,  নিউট্রিশন বিভাগের অধ্যাপিকা সুজাতা মাইতি , প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নবনীতা দাস , NSS ইউনিট-এর পক্ষ থেকে ছাত্রছাত্রীদের ফলমূল প্রদান করা হয়, সমগ্র অনুষ্ঠানটির ব্যস্থাপনা করেন NSS ইউনিট এর প্রোগ্রাম অফিসার সংঘমিত্রা আরি আদক ,  ড. মহম্মদ-ফিরোজ আলি, প্রণব কুমার জানা, চিরঞ্জিৎ দাস প্রমূখ। ছাত্র সংসদের প্রতিনিধি এক্স NSS এর স্বেচ্ছাসেবকরাও এই প্রোক্সামে উপস্থিত ছিলেন।

No comments