Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভে পুলিশী আক্রমণের প্রতিবাদে তমলুক-পাঁশকুড়া-কোলাঘাট- ময়না সহ জেলার সমস্ত থানায় বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন!

তমলুক-পাঁশকুড়া-কোলাঘাট- ময়না সহ জেলার সমস্ত থানায় বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন


চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভে পুলিশী আক্রমণের প্রতিবাদে তমলুক-পাঁশকুড়া-কোলাঘাট- ময়না সহ জেলার সমস্ত থানায় বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশনসংবাদদাতা-নারায়…

 


তমলুক-পাঁশকুড়া-কোলাঘাট- ময়না সহ জেলার সমস্ত থানায় বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন




চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভে পুলিশী আক্রমণের প্রতিবাদে তমলুক-পাঁশকুড়া-কোলাঘাট- ময়না সহ জেলার সমস্ত থানায় বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:সম্প্রতি তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের চূড়ান্ত দুর্নীতির কারণে সুপ্রিম কোর্ট ২০১৬ SSC প্যানেল বাতিল করেছে। উদ্ভূত এই পরিস্থিতি যোগ্য শিক্ষকদের পরিবার সহ এ রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে চূড়ান্ত হতাশ করেছে। যোগ্য শিক্ষকদের সম্মানের সাথে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে এবং দুর্নীতিগ্রস্তদের শাস্তির দাবিতে আন্দোলনে সামিল হয়েছে চাকরিহারা শিক্ষকেরা। ৯ এপ্রিল যখন জেলায় জেলায় চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা ডি.আই অফিসে বিক্ষোভ দেখাচ্ছিলেন,সেখানে কলকাতা জেলার জেলা ডি.আই অফিস কসবা সহ একাধিক জেলার ডি.আই অফিসের সামনে প্রতিবাদী আন্দোলনকারীদের উপর পুলিশের নির্মম অত্যাচার,মহিলা আন্দোলনকারীদের পুরুষ পুলিশ দ্বারা নির্যাতন সহ শিক্ষকদের লাথি মারার ঘটনার  প্রতিবাদে যোগ্য শিক্ষকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আজ রাজ্য জুড়ে SUCI(C) দলের উদ্যোগে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। এরই অঙ্গ হিসেবে আজ তমলুক-পাঁশকুড়া-কোলাঘাট-ময়না থানা সহ জেলার সমস্ত থানায় বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন দেওয়া হয় দলের পক্ষ থেকে। তমলুকের কর্মসূচিতে নেতৃত্ব দেন- জ্ঞানানন্দ রায়,শীলা দাস,অরুন জানা প্রমূখ। পাঁশকুড়ার কর্মসূচিতে নেতৃত্ব দেন সুনীল জানা,আব্দুল  মাসুদ প্রমুখ। কোলাঘাটের কর্মসূচিতে নেতৃত্ব দেন সুব্রত দাস,শংকর মালাকার প্রমূখ। এছাড়াও মেচেদা, ব্রজলালচক সহ বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

SUCI(C) দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা  কমিটির সম্পাদক প্রণব মাইতি বলেন,"রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে বলছেন তিনি যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের পাশে আছেন,অন্যদিকে আবার তাদেরই আন্দোলনে পুলিশ দিয়ে নির্মম আক্রমণ নামিয়ে আনছেন। এই ঘটনা প্রমাণ করে এটা তৃণমূল সরকারের দ্বিচারিতা ছাড়া আর কিছুই নয়। আমরা চাই- ২০১৬ SSC প্যানেল বাতিলের সম্পূর্ণ দায় তৃণমূল সরকারকে নিতে হবে। একইসঙ্গে যোগ্য শিক্ষকদের সম্মানের সাথে স্কুলে যোগদান ও দুর্নীতিগ্রস্তদের কঠোর শাস্তি দিতে হবে।"



No comments