নবদুর্গা মহাযজ্ঞ অনুষ্ঠান শেষ হয়েও রয়ে গেল শুধু স্মৃতিবসন্তের বাসন্তীকা উৎসবে মানুষ মেতে উঠেছিল বিভিন্ন পূজা-পার্বণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। হলদিয়া ক্ষুদিরাম ওয়েলফেয়ার সোসাইটি তাদের প্রায় ১৩ তম বর্ষে নবদুর্গা ম…
নবদুর্গা মহাযজ্ঞ অনুষ্ঠান শেষ হয়েও রয়ে গেল শুধু স্মৃতি
বসন্তের বাসন্তীকা উৎসবে মানুষ মেতে উঠেছিল বিভিন্ন পূজা-পার্বণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। হলদিয়া ক্ষুদিরাম ওয়েলফেয়ার সোসাইটি তাদের প্রায় ১৩ তম বর্ষে নবদুর্গা মহাযজ্ঞ অনুষ্ঠান ২৯ মার্চ থেকে ৭ ই এপ্রিল পর্যন্ত শুরু হয়েছিল । আজ ছিল প্রতিমা নিরঞ্জন। দীর্ঘ কয়েক দিন উপবাস থেকে কমিটির সকল সদস্যরা মহাযজ্ঞ অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেছিলেন। নবদুর্গার বিদায় বেলায় উপস্থিত মায়েদের সিঁদুর খেলার মধ্য দিয়ে আজ ভাসান অনুষ্ঠিত হয়। আবার একটি বছরের অপেক্ষায় দিন গোনা শুরু হলো। মহাযজ্ঞ প্রয়াত স্বপন নস্কর হাত ধরেই শুরু হয়েছিল দেশে দশে সকলের মঙ্গল কামনার জন্য সেই মহাযজ্ঞ। আবার একটি বছর পরে ফিরে আসবে সেই আশায় দিন গোনা শুরু হলো জানালেন উৎসব কমিটির যুগ্ম সম্পাদক স্বপন দাস ( জহর)।
No comments