বড় পর্দায় ঘরে ফেরা, স্কুলও 'সুনীতাময়'
তখনও তিনি পৃথিবীর কক্ষপথে। ফিরে আসছেন ভূপৃষ্টে। তাঁকে স্বাগত জানাতে তৈরি কার্যত সারা বিশ্ব! সেই সঙ্গে প্রস্তুত হলদিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানও। তা সে মঙ্গলবার হোক বা বুধবার- হলদিয়ার বিভিন্…
বড় পর্দায় ঘরে ফেরা, স্কুলও 'সুনীতাময়'
তখনও তিনি পৃথিবীর কক্ষপথে। ফিরে আসছেন ভূপৃষ্টে। তাঁকে স্বাগত জানাতে তৈরি কার্যত সারা বিশ্ব! সেই সঙ্গে প্রস্তুত হলদিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানও। তা সে মঙ্গলবার হোক বা বুধবার- হলদিয়ার বিভিন্ন স্কুলের আবহ থাকল যেন সুনীতা-ময়। কোনও স্কুলের দেওয়ালে আঁকা নভশ্চর সুনীতা উইলিয়ামসের ছবি। কোথাও আবার স্কুলের ব্ল্যাক-বোর্ড জুড়ে 'নাসা'র প্রিয় সানির (সুনীতা) প্রতিকৃতি। মেয়ের ঘরে ফেরার দৃশ্য পড়ুয়াদের সামনে তুলে ধরতে অনেক স্কুলে তা দেখানো হয় বড় পর্দায়। যেমন- হলদিয়ার চকদ্বীপা হাই স্কুলের পড়ুয়াদের একটি অংশ মঙ্গলবার ও বুধবার বড় পর্দায় দেখে সুনীতাদের ফিরে আসার নানা মুহূর্ত। স্কুলে রয়েছে 'ইনোভেশন ল্যাব'। গত মঙ্গলবার ল্যাবের বড় পর্দার 'নাসা লাইভ' সম্প্রসারণ দেখানো হয়। কী কী স্তর পার করে সুনীতারা পৃথিবীতে ফিরবেন, তা পড়ুয়াদের বুঝিয়ে দিয়েছিলেন পদার্থবিদ্যার শিক্ষক কার্তিকচন্দ্র আদক। ভারতীয় সময়ে মঙ্গলবার মাঝ রাতে সুনীতাদের 'ল্যান্ডিং' স্কুলে বসিয়ে দেখানো সম্ভব হয়নি। তাই ভূপৃষ্ঠে অবতরণে অংশটি পড়ুয়াদের দেখানো হয় বুধবার। এ ব্যাপারে শিক্ষক কার্তিকচন্দ্র আদক বলছিলেন, "ওদের আগ্রহ রয়েছে। মঙ্গলবার কিছুটা অংশ দেখেছে, বাকি অংশটা বুধবার দেখল। আসলে ওদের মনে স্বপ্ন বুনে দেওয়ার কাজটাই আমরা করেছি।” এ দিন স্কুলের প্রধান শিক্ষক মণিশঙ্কর গিরি বলেন, "অটল টিস্কারিং ল্যাবে সুনীতাদের ল্যান্ডিংয়ে দৃশ্য দেখানো হয়।” এ দিন পড়ুয়ারা মালা দেয় সুনীতার ফ্লেক্সেও। প্রসঙ্গত, চকদ্বীপা হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী শ্রীত্রিপাঠি 'ইসরো'র প্রকল্প 'জুভিকা'য় নাম নথিভুক্ত করেছে। এর মাধ্যমেই ইসরো 'সামার ক্যাম্পে'র আয়োজন করে থাকে। সুনীতার দেখানো পথেই 'ইসরো'র ক্যাম্পে যোগ দিতে চায় শ্রী।একই ভাবে হলদিয়ার পুর-পাঠভবনে প্রার্থনা সভায় মহাকাশ
গবেষণায় সুনীতার কৃতিত্ব নিয়ে আলোচনা করা হয় বলে জানান স্কুলের প্রধান শিক্ষক শ্রীকৃষ্ণচরণ চন্দ্র। আবার হলদিয়ার বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয়ের আবাসিক ছাত্রীদের জন্য বড় পর্দার আয়োজন করা হয়েছিল বলে জানান স্কুলের প্রধান শিক্ষিকা সুমনা পাহাড়ি। পিছিয়ে ছিল না প্রাথমিক বিদ্যালয়গুলিও। প্রাথমিক বিদ্যালয় পরাণচক উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির পড়ুয়ারা ব্ল্যাক-বোর্ডে চক দিয়ে এঁকেছিল সুনীতাদের পৃথিবীতে ফিরে আসার নানা মুহূর্তের ছবি। ব্রজনাথচক স্টেট প্লান্ট প্রাথমিক বিদ্যালয়ে প্রার্থনার সময় সুনীতা পৃথিবীতে ফিরে আসা বিষয় নিয়ে সকল ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরেন স্কুলের প্রধান শিক্ষিকা সুপ্রিয়া দাস।
সুনীতা উইলিয়ামস-সহ চারজনের সফল অবতরণ বড় পর্দায় দেখানো হয়েছে কাঁথিতেও। বুধবার কাঁথি-১ ব্লকের নয়াপুট সুধীরকুমার হাই স্কুল এবং দিঘা দেবেন্দ্রলাল জগবন্ধু শিক্ষা সদনের পড়ুয়াদের বড় পর্দায় দেখানো হয়। বিভিন্ন জরুরি তথ্য সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন বিজ্ঞানের শিক্ষকরা।
No comments