Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বেঙ্গল অলিম্পিকে খেলোয়াড় বাছাই পর্ব জেলাতে!

বেঙ্গল অলিম্পিকে খেলোয়াড় বাছাই পর্ব জেলাতে!পূর্ব মেদিনীপুর জেলার চারটি মহকুমার এলাকার বাছাই করা কাবাডি খেলোয়াড় নিয়ে আগামী মাসে বেঙ্গল অলিম্পিক খেলার জন্য খেলোয়াড় বাছাই পর্ব শুরু হলো হলদিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে। আবহান…

 



বেঙ্গল অলিম্পিকে খেলোয়াড় বাছাই পর্ব জেলাতে!

পূর্ব মেদিনীপুর জেলার চারটি মহকুমার এলাকার বাছাই করা কাবাডি খেলোয়াড় নিয়ে আগামী মাসে বেঙ্গল অলিম্পিক খেলার জন্য খেলোয়াড় বাছাই পর্ব শুরু হলো হলদিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে। আবহানী চক্রের ব্যবস্থাপনায় জেলার মহকুমার এলাকার খেলোয়াড়দের নিয়ে আজ ক্যাম্প করে সেখান থেকে বাছাই পর্ব শুরু হয়। আগামী ২-৪ এপ্রিল হলদিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হবে ক্যাম্প। এবং চলতি মাসেই ৭-১০ই এপ্রিল মালদা তে বেঙ্গল অলিম্পিক শুরু হবে। পূর্ব মেদিনীপুর জেলার পুরুষ বিভাগে কাবাডি খেলোয়াড় তারা এই অলিম্পিকে অংশগ্রহণ করবেন। আজ পূর্ব মেদিনীপুর জেলার কাবাডি অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রথম পর্যায়ে খেলোয়াড় বাছাই করা হলো। আগামী ২-৪ এপ্রিল বেঙ্গল অলিম্পিক জন্য হলদিয়াতেই ক্যাম্প করে তাদের ট্রেনিং দেওয়া হবে। সংবাদ মাধ্যমে মুখোমুখি হলেন কাবাডি অ্যাসোসিয়েশন রাজ্য কমিটির সভাপতি আজগর আলী পল্টু, এছাড়াও পূর্ব মেদনীপুর জেলা কাবাডি অ্যাসোসিয়েশন জেলা সম্পাদক আব্দুল সামাদ খাঁন এবং সহ সম্পাদক সুশান্ত মালি। 

ভিডিও দেখতে ক্লিক করুন 

https://youtu.be/g-V3C2GJYPI

রাজ্য কাবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি আজগর আলী পল্টু বলেন বর্তমান রাজ্য সরকার খেলাধুলো যারা করে খেলোয়াড়দের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছেন। তাদের কর্মসংস্থানের জন্য  পদকজয়ী খেলোয়াড়দের কর্মসংস্থান করাচ্ছেন বর্তমান রাজ্য সরকার। সেজন্যই আমাদের জেলার যুবকরা যদি নিজেদের কর্মসংস্থান করে নিতে পারেন তার জন্যই আমাদের এই জেলার মহকুমার এলাকা থেকে বাছাই করা খেলোয়াড়দের নিয়ে আজকের থেকে শুরু হলো ট্রেনিং।এবং আগামী  এপ্রিল ক্যাম্প করে তাদের ট্রেনিং দেওয়া হবে। আমাদের রাজ্যের মালদায় ৭ থেকে ১০ এই তিনদিন অলিম্পিক অনুষ্ঠিত হবে মোট ১২ জন খেলোয়াড় দুজন অতিরিক্ত। আমাদের জেলা থেকে মোট ১৪ জন আমাদের জেলা থেকে বেঙ্গল অলিম্পিকে যোগদান করবেন। আগামী দিনে এই খেলোয়াড়রা কি জেলার মুখ উজ্জ্বল করবে? সেদিকেই জেলা বাসি তাকিয়ে।


No comments