Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শ্রী শ্রী শীতলা মাতা ঠাকুরানীর চকদ্বীপা পূর্বপল্লী গ্রামের বাৎসরিক উৎসব!

শ্রী শ্রী শীতলা মাতা ঠাকুরানীর চকদ্বীপা পূর্বপল্লী গ্রামের বাৎসরিক উৎসব!শিল্প শিক্ষা সংস্কৃতির শহর হলদিয়া। পৌরসভা ১৮ নম্বর ওয়ার্ডে চকদ্বীপা পূর্বপল্লীতে শুরু হলো শ্রী শ্রী শীতলা মাতা ঠাকুরানীর বার্ষিক পুজো। ভিডিও দেখতে ক্লিক কর…

 



  শ্রী শ্রী শীতলা মাতা ঠাকুরানীর চকদ্বীপা পূর্বপল্লী গ্রামের বাৎসরিক উৎসব!

শিল্প শিক্ষা সংস্কৃতির শহর হলদিয়া। পৌরসভা ১৮ নম্বর ওয়ার্ডে চকদ্বীপা পূর্বপল্লীতে শুরু হলো শ্রী শ্রী শীতলা মাতা ঠাকুরানীর বার্ষিক পুজো। 

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/XZnGJP4Z_n8

 ১৮ই মার্চ থেকে ২২শে মার্চ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। গুটি গুটি পায়ে পায়ে  প্রায় ১১৭ তম বর্ষে পদার্পন করেছে চকদ্বীপা গ্রামের বার্ষিক শীতলা মাতার পুজো। এইদিন গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গ্রাম কমিটির উদ্যোগে প্রায় ১২ লক্ষ টাকা ব্যায়ে নবনিমিত নাটমন্দিরের দ্বারোধঘাটন করা হয়। এই অনুষ্ঠান ঘিরে গ্রামবাসীদের মধ্যে উচ্ছাস ছিলো চোখে পড়ার মতো। প্রায় পাঁচশতাধিক গ্রামবাসীর উপস্থিতি এই উদ্বোধনী অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তোলে।

No comments