মাটি কাটার গাড়ি বাজেয়াপ্ত করল পুলিশ
বেআইনিভাবে মাটি কাটার অভিযোগ উঠেছিল সম্প্রতি হলদিয়ার দুর্গাচক থানা এলাকার শালুকখালিতে। সরকারি রাজস্ব না দিয়ে ওই মাটি কাটায় সম্প্রতি সুতাহাটা ব্লকের ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক দুর্গাচক …
মাটি কাটার গাড়ি বাজেয়াপ্ত করল পুলিশ
বেআইনিভাবে মাটি কাটার অভিযোগ উঠেছিল সম্প্রতি হলদিয়ার দুর্গাচক থানা এলাকার শালুকখালিতে। সরকারি রাজস্ব না দিয়ে ওই মাটি কাটায় সম্প্রতি সুতাহাটা ব্লকের ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক দুর্গাচক থানায় চার জনের বিরুদ্ধে অবৈধভাবে মাটি কাটার লিখিত অভিযোগ করলেন। অভিযুক্ত শেখ ইকবাল, প্রভাস মণ্ডল, শেখ বাপন, এবং সাদ্দাম খানের বাড়ি শালুকখালিতে। মঙ্গলবার দুর্গাচক থানার পুলিশ এলাকা থেকে একটি মাটি কাটার মেশিন বাজেয়াপ্ত করেছে।
No comments