সই 'জাল', ধৃত ব্যাঙ্ক কর্মী
এক ব্যক্তির সই জাল করে ব্যাঙ্কে চেক ভাঙিয়ে প্রায় ছ'লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগে ব্যাঙ্ক কর্মী-সহ দু'জনকে গ্রেফতার করেছে তমলুক থানার পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশ তাঁদের গ্রেফতার করে। পুলি…
সই 'জাল', ধৃত ব্যাঙ্ক কর্মী
এক ব্যক্তির সই জাল করে ব্যাঙ্কে চেক ভাঙিয়ে প্রায় ছ'লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগে ব্যাঙ্ক কর্মী-সহ দু'জনকে গ্রেফতার করেছে তমলুক থানার পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশ তাঁদের গ্রেফতার করে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, নন্দকুমার এলাকার বাসিন্দা স্বপন দাসের তমলুকের মানিকতলায় একটি বেসরকারি ব্যাঙ্কের শাখায় অ্যাকাউন্ট রয়েছে। স্বপন তাঁর পরিচিত একজন ব্যক্তিকে কিছুদিন আগে ব্যাঙ্কের খালি চেক দিয়েছিলেন। অভিযোগ, সেই চেক জমা দিয়ে ছ'লক্ষ টাকা তোলার জন্য স্বপনের সই জাল করে জমা দেওয়া হয় এবং টাকা তুলে নেওয়া হয়েছিল। বিষয়টি জানতে পেরে তমলুক থানায় অভিযোগ দায়ের করেন স্বপন। ওই অভিযোগের ভিত্তিতে তমলুক থানার পুলিশ তদন্তে নামে। ওই ব্যাঙ্কের সিসি ক্যামেরার ছবি দেখে অভিযুক্ত ব্যক্তি ও এক ব্যাঙ্ক কর্মীকে চিহ্নিত করে। এরপর মঙ্গলবার রাতে ব্যাঙ্কের একজন কর্মী ও অভিযুক্ত আরেক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত দু'জনকে বুধবার তমলুক আদালতে তোলা হলে বিচারক তাঁদের তিনদিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
No comments