Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়াতে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ট্রেনিং....

হলদিয়াতে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ট্রেনিং....
জন শিক্ষন সংস্থান হলদিয়ার উদ্যোগে আজ সংস্হার রিসোর্স পার্সনদের নিয়ে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ট্রেনিং সংঘটিত হয়। জেলার বিভিন্ন অংশ থেকে ৬০ ট্রেনার আজ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠা…

 


হলদিয়াতে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ট্রেনিং....


জন শিক্ষন সংস্থান হলদিয়ার উদ্যোগে আজ সংস্হার রিসোর্স পার্সনদের নিয়ে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ট্রেনিং সংঘটিত হয়। জেলার বিভিন্ন অংশ থেকে ৬০ ট্রেনার আজ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া আই টি আই এর অধ্যক্ষ  প্রসেনজিৎ বোস, হাওড়া জন শিক্ষন সংস্থানের অধিকর্তা শ্রী নরোত্তম রায়, পূর্ব মেদিনীপুর জেলার ডি আই সি ম্যানেজারে মার্কেটিং  প্রকাশ বাগ ও জন শিক্ষন সংস্থান হলদিয়ার অধিকর্তা শ্রী সুকান্ত বন্দোপাধ্যায়। প্রত্যেকেই প্রশিক্ষণের মান বৃদ্ধির বিষয়ে বিভিন্নরকম পদ্ধতির কথা উল্লেখ করেন। আই টি আই কিভাবে জন শিক্ষন সংস্থানের শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে সে বিষয়ে বিশদভাবে ব্যাখ্যা করেন অধ্যক্ষ প্রসেনজিৎ বোস।

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/rZqlPySyE2w

 মোটিভেশন ও লিডারশিপ বিষয়ে বক্তব্য রাখেন অধিকর্তা শ্রী সুকান্ত বন্দোপাধ্যায়। উপস্থিত রিসোর্স পার্সনগন তাদের ট্রেনিং চলাকালীন বাস্তব অভিজ্ঞতাসহ অসুবিধার কথা ব্যাখ্যা করেন। সেগুলো নিয়ে নিখুঁতভাবে সমাধানের পথ ব্যাখ্যা করেন অধিকর্তা শ্রী সুকান্ত বন্দোপাধ্যায়। মার্কেটিং ও সরকারি সুযোগ সুবিধা বিষয়ে বক্তব্য রাখেন পূর্ব মেদিনীপুর জেলার ডি আই সি ম্যানেজার মার্কেটিং শ্রী প্রকাশ বাগ। ট্রেনারদের সাথে বিভিন্ন বিষয়ক কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

No comments