Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ট্রেনের কামরায় Ac রেস্টুরেন্ট!পর্যটকদের নতুন আকর্ষণ।

ট্রেনের কামরায় Ac রেস্টুরেন্ট!পর্যটকদের নতুন আকর্ষণ।
 দিঘা স্টেশনের পাশে ও জগন্নাথ মন্দিরের অদূরে গড়ে উঠছে এক অভিনব রেস্টুরেন্ট।দেখলে মনে হবে এক ট্রেনের বগি।এক কামড়ার ট্রেনের বগিতেই তৈরী করা হয়েছে রেস্টুরেন্ট। ট্রেনের এক পরিতক…

 



 ট্রেনের কামরায় Ac রেস্টুরেন্ট!পর্যটকদের নতুন আকর্ষণ।


 দিঘা স্টেশনের পাশে ও জগন্নাথ মন্দিরের অদূরে গড়ে উঠছে এক অভিনব রেস্টুরেন্ট।

দেখলে মনে হবে এক ট্রেনের বগি।এক কামড়ার ট্রেনের বগিতেই তৈরী করা হয়েছে রেস্টুরেন্ট। ট্রেনের এক পরিতক্ত বগিকে নিয়ে এসে স্টেশনের পাশেই বানানো হয়েছে বিশেষ আকর্ষণীয় রেস্টুরেন্ট। প্রেমিক সাধারণত দূর-দূরান্তে মানুষ যেতে অভ্যস্ত, দীঘায় এলে  ট্রেন থেকে নেমেই আপনি এই বিশেষ বগীর ট্রেনে উঠলেই নানা পদের খাবার পাবেন পর্যটকরা। বিরিয়ানি থেকে চিলি চিকেন, তন্দুরি থেকে বার্গার, সব ধরনের ফাস্টফুড খাবার পাবেন এখানে। শীততাপ নিয়ন্ত্রিত এই এক বগির ট্রেনের কামরায় আপনি এলে এক অন্য রকম অনুভুতি পাবেন। রেল কোচ রেস্টুরেন্ট সেনাপতি এন্টারপ্রাইজেট পরিচালনায় গড়ে উঠেছে এটি। রেলের তরফ থেকে একটি বিশেষ উদ্যোগ। একদিকে সৌন্দর্যায়ন অন্যদিকে দীঘায় আগত পর্যটকদের জন্য নতুন আকর্ষণ। এক কামরার ট্রেনের বগিতে বসে একান্তে আলাপচারিতা করতে করতে খাবারের আশ্বাত নিতে পারবে দীঘায় আগত পর্যটকরা। দীঘা স্টেশনের ঢোকার মুখেই এই অভিনব রেলের কামরা আপনারা দেখতে পাবেন। উদ্বোধনের সাথে সাথে মানুষদের ভিড় জমতে শুরু করেছে এই অভিনব রেলের কামরায়। রেলের অব্যবহৃত এক রেলের বগিকে নিয়ে এসেই তৈরি করা হয়েছে এই অভিনব রেস্টুরেন্ট। দীঘার সৌন্দর্যায়নে এক নতুন পালকের সংযোজন। দিনের পর দিন দীঘায় পাল্লা দিয়ে বাড়ছে পর্যটকদের সংখ্যা। ভ্রমণ প্রিয় বাঙ্গালীদের কাছে এই ট্রেনের বগি আকর্ষণীয় হয়ে দাঁড়াবে। দীঘা এলে অবশ্যই ঘুরে যান এই অভিনব রেলের কামড়ায়।

No comments